ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় কৃষকের মুখে তৃপ্তির হাসি

প্রকাশিত: ০৪:২৭, ৬ নভেম্বর ২০১৬

কলাপাড়ায় কৃষকের মুখে তৃপ্তির হাসি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ নবেম্বর ॥ সাগরপারের জনপদ কলাপাড়ার উপকূলজুড়ে আমনক্ষেতে বইছে সবুজের সমারোহ। লকলকে বেড়ে ওঠা আমনক্ষেতে বাতাসের দোলায় কৃষকের বুকে শিহরণ জাগে। গাঢ় সবুজের শিহরণে কৃষকের চোখে মুখে ফুটে উঠছে তৃপ্তির হাসি। এখন শুধু আমনের বাম্পার ফলন ঘরে তোলার স্বপ্নে কৃষক বিভোর হয়ে আছে। গুনছে অপেক্ষার প্রহর। মোট কথা দক্ষিণের কলাপাড়া উপকূলের সর্বত্র এবছর আমনের বাম্পার ফলনের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। গাঢ় সবুজের আমনক্ষেতের কোথাও কোথাও ধানের শীষ বের হয়েছে। কোথাও বের হওয়ার পথে। আবার কোথাও সোনালী রঙের আভা ছড়াচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের দাবি, আর কোন রোগ বালাই কিংবা প্রাকৃতিক দুর্যোগ আঘাত না হানলে এ বছর কলাপাড়ায় বাম্পার ফলন হবে। এ বছর আমন আবাদের মৌসুমে প্রকৃতি ছিল অনুকূলে। ছিল কখনও রোদ কখনও বৃষ্টি। না ছিল টানা বৃষ্টি কিংবা একটানা খরার ধকল। প্রকৃতি এখন পর্যন্ত কৃষকের পক্ষেই রয়েছে বলে শতকরা ৯০ ভাগ কৃষকের অভিমত। সরেজমিনে ঘুরে দেখা গেছে, সর্বত্র বইছে সবুজের সমারোহ। সবুজের আস্তরণে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। কৃষকের চোখেমুখে স্বস্তির ছাপ। মুখে হাসির ঝিলিক। কেউবা ধান কাটার প্রস্তুতি নিচ্ছে। প্রকৃতি যেন এ বছর তাদের জন্য আশীর্বাদ। শিশু ধর্ষণ ॥ শিক্ষককে উত্তম মধ্যম স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে মাদ্রাসার এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বদলি শিক্ষককে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গ্রেফতারকৃত ওই শিক্ষকের নাম সেলিম মিয়া (১৯)। সে পাবনার বেড়া উপজেলার মালদাপাড়া গ্রামের জসীম মোল্লার ছেলে। জয়দেবপুর থানা পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি মাদ্রাসার এক শিক্ষক ছুটিতে থাকায় ওই মাদ্রাসারই অপর এক শিক্ষকের শ্যালক সেলিম মিয়া কয়েকদিনের জন্য বদলি শিক্ষকের দায়িত্ব পালন করছিল। শুক্রবার সকালে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে সেলিম বাসা থেকে মাদ্রাসায় ডেকে আনে। পরে ওই শিশুটিকে মাদ্রাসারই একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী সেলিমকে আটক করে উত্তম মধ্যম দিয়ে রাতে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত শিশুটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×