ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের উন্নয়নে প্রশংসায় বিশ্ব নেতৃবৃন্দ ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৪, ৬ নভেম্বর ২০১৬

দেশের উন্নয়নে প্রশংসায় বিশ্ব নেতৃবৃন্দ ॥ রেলমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ নবেম্বর ॥ শ্রীকাইল কলেজে হীরকজয়ন্তী উৎসব পালিত হয়েছে। শনিবার দুপুরে মুরাদনগর উপজেলার শ্রীকাইল কলেজ মাঠে ওই কলেজের ৭৫তম বর্ষপূর্তিতে এ হীরকজয়ন্তী উৎসব পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বিশ্ব নেতারা বলেন- বলো শেখ হাসিনা, বলো বাংলাদেশ। মন্ত্রী বলেন, উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হবে, শেখ হাসিনার নেতৃত্বে অবশ্যই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। জানা যায়, শ্রীকাইল কলেজের ৭৫ বছর পূর্তি ও কলেজটি জাতীয়করণ উপলক্ষে শনিবার হীরকজয়ন্তী উৎসবের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে কলেজটি জাতীয়করণ ও উন্নয়নে সার্বিক সহযোগিতার জন্য সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএকে হীরক সংবর্ধনা প্রদান করা হয়। অধ্যক্ষ মিয়া মোহাম্মদ গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবদীন, জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক, সাবেক সচিব বীরবিক্রম শাহজাহান ছিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আজিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, রুহুল আমীন, আ ক ম গিয়াস উদ্দিন, শাহীনুল ইসলাম শাহীন, সাজ্জাদ হোসেন স্বপন, জাহাঙ্গীর আলম রতন, পার্থ সারথী দত্ত, আবুল কালাম আজাদ প্রমুখ। দুই আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৫ নবেম্বর ॥ ফতুল্লায় আওয়ামী জনতা লীগ নেতা মনির হোসেন স্বাধীন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরীফ ও রাজীব ওরফে ভিপি রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা সন্ত্রাসী মীরু বাহিনীর অন্যতম সদস্য। শুক্রবার রাতে ঢাকার গুলিস্তান হতে তাদের গ্রেফতার করা হয়।
×