ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দু’নবজাতকসহ মায়ের মৃত্যু ॥ ক্লিনিক বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৪:২৩, ৬ নভেম্বর ২০১৬

দু’নবজাতকসহ মায়ের মৃত্যু ॥ ক্লিনিক বন্ধ ঘোষণা

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ৫ নবেম্বর ॥ অপারেশনের পর মা ও দু’ নবজাতকের মৃত্যুর ঘটনায় ডাঃ মোকলেছার ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। গত শুক্রবার অপারেশনের পর মা ও দু’নবজাতকের মৃত্যুর ঘটানায় শনিবার (৫ নবেম্বর) দুপুরে সিভিল সার্জনের নির্দেশে ডাঃ মোকলেছার ডায়াগনস্টিক ক্লিনিক বন্ধ করে দেয়া হয়। জানা যায়, শুক্রবার সকালে পৌরশহরের জামুবাড়ি এলাকার বানিয়াপাড়ার বাসিন্দা দলিল লেখক আব্দুস সালামের স্ত্রী মাজেদা বেগম (মনু) প্রসব ব্যথা নিয়ে ওই ক্লিনিকে ভর্তি হন। দুপুরে তার অপারেশন সম্পন্ন হয় এবং তিনি দু’টি সন্তানের জন্ম দেন। কিন্তু এর পরপরই তার শারীরিক অবস্থার অবনতি হয়। একারণে তাকে তড়িঘড়ি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও তিনি মারা যান। এর জন্য অতিরিক্ত রক্তক্ষরণকে দায়ী করেন সেখানকার চিকিৎসক। স্বজনরা জানিয়েছেন অপারেশন করে একটি সুস্থ শিশু পাওয়া গেলেও অপরটি মৃত ছিল। মায়ের মৃত্যুর পরপরই অপর শিশুটি মারা যায়। এ নিয়ে এলাকার লোকজনের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে, ক্লিনিক মালিক হাফিজার রহমান মুকুল মাজেদা বেগমের স্বামী ও বাবাকে ম্যানেজ করেন এবং পরিস্থিতি শান্ত করতে সক্ষম হন। একারণে শুক্রবার রাত ৮টায় তার দাফন সম্পন্ন হয় এবং তাতে অংশ নেন ক্লিনিক মালিক নিজেই। এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে টনক নড়ে জেলা সিভিল সার্জনের। সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মনোয়ারা বেগমের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাঃ মনোয়ারা বেগম বলেন, অপারেশন করতে হলে সবার আগে যন্ত্রপাতি, লাইফ সাপোর্ট ও এ্যানাসথেসিস্টের প্রয়োজন। কিন্তু এর কিছুই নেই এখানে। এছাড়া ক্লিনিক পরিচালনার জন্য কোন অনুমতিও নেয়া হয়নি। গাজীপুর জেলাকে ব্র্যান্ডিং করার লক্ষ্যে কর্মশালা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গৌরাবান্বিত, ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবংশের বীরত্বগাথা, শাল গজারির অপার সবুজ সৌন্দর্য, হাজারও শিল্প-কলকারখানায় সমৃদ্ধ, সবুজ শ্যামলে ভরপুর গাজীপুর জেলাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য গাজীপুরকে ব্র্যান্ডিং জেলায় উন্নীত করার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মোঃ নুরুন্নবী। জেলা প্রশাসক এসএম আলম সভাপতিত্ব করেন।
×