ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন মেসেজিং সিস্টেম এনেছে মাইক্রোসফট

প্রকাশিত: ০৪:২১, ৬ নভেম্বর ২০১৬

নতুন মেসেজিং সিস্টেম এনেছে মাইক্রোসফট

ব্যবসা ও অফিসের জন্য কর্মপোযোগী মেসেজিং সিস্টেম নিয়ে এসেছে মাইক্রোসফট। গত বুধবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নতুন এই পণ্যটি অবমুক্ত করে তারা। কিন্তু বাজারে আসা নতুন এই সেবা পণ্যটিকে এখন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিখ্যাত স্টার্টআপ প্রতিষ্ঠান সø্যাক এবং ফেসবুক মালিকানাধীন ওয়ার্কপ্লেসের সঙ্গে। কারণ তাদেরও এই একই সেবা আছে। তথ্য মতে, মাইক্রোসফটের নতুন এই মেসেজিং সিস্টেমটি যুক্ত করা হয়েছে তাদের ক্লাউড ভিত্তিক সফটওয়্যার সুইট মাইক্রোসফট অফিস ৩৬৫ সার্ভিসের সঙ্গে। এর ফলে মাইক্রোসফট অবশ্য কিছু বাড়তি সুবিধা পাবে। কারণ সারা বিশ্বজুড়ে মাইক্রোসফট অফিস ৩৬৫ সার্ভিসের প্রায় ৮৫ মিলিয়ন সক্রিয় বাণিজ্যিক ব্যবহারকারী রয়েছে। ফলে শুরু থেকেই এই ব্যবহারকারীরা থাকছে নব অবমুক্ত মেসেজিং সিস্টেমটির সম্ভাব্য ক্রেতার তালিকায়। -অর্থনৈতিক রিপোর্টার সুদানে বাংলাদেশ থেকে পাটপণ্য রফতানির জন্য গত বৃহস্পতিবার গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টারের পক্ষ থেকে বিজেএমসির কাছে ৩০ হাজার ৩০ বেল পাটের ব্যাগের অগ্রিম মুল্য বাবদ ৬৫ কোটি টাকা হস্তান্তর করা হয়। এই টাকার চেক হস্তান্তর করছেন গোল্ডেন ফাইবারের এমডি মোশতাক হোসেন
×