ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক বেসরকারী আইসিডি স্থাপন নিয়ে জটিলতা

প্রকাশিত: ০৪:২০, ৬ নভেম্বর ২০১৬

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক বেসরকারী আইসিডি স্থাপন নিয়ে জটিলতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন নীতিমালা অনুযায়ী চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক বেসরকারী ইনল্যান্ড কনটেইনার ডিপো- আইসিডি স্থাপন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে অন্তত ২০ কিলোমিটার দূরে আইসিডি স্থাপন করতে হবে। যানজট এড়াতে এ ব্যবস্থা হলেও আগে থেকে চলমান ১৯টি আইসিডির ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। অথচ শুধু বন্ডেড লাইসেন্স নিয়ে গত নয় বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছে এসব আইসিডি। এক দশক আগেও চট্টগ্রাম বন্দরের শেড এবং ইয়ার্ডেই সম্পন্ন করা হতো পণ্য আমদানি-রফতানি কার্যক্রমের শুল্কায়ন থেকে শুরু করে সব প্রক্রিয়া। এতে বন্দরের অভ্যন্তরে জট লেগেই থাকত। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের ১৯৯৮ সালের অফিস আদেশ অনুযায়ী বন্ডেড লাইসেন্স নিয়ে ২০০৭ থেকে শুরু হয় বেসরকারী আইসিডির কার্যক্রম। এর আওতায় ১৯টি প্রতিষ্ঠান লাইসেন্স নিলেও ১৭টি প্রতিষ্ঠান আইসিডি স্থাপন করে কাজ চালিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের মতে, বর্তমানে ইপিজেড ছাড়া অন্যান্য রফতানি বাণিজ্যের ৯২ শতাংশ এবং আমদানি বাণিজ্যের ২২ থেকে ২৫ শতাংশ সম্পন্ন হয় ১৭টি প্রাইভেট আইসিডিতে। ফলে এসব আইসিডি এলাকায় যানজট লেগেই থাকে। এ অবস্থায় চলতি বছরের শুরু থেকে বেসরকারী আইসিডি নীতিমালা প্রণয়নের কার্যক্রম গ্রহণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নতুন নীতিমালা অনুযায়ী আইসিডি স্থান করতে হবে জেলার সীতাকু-ে। নগরীকে যানজট মুক্ত রাখার জন্য পুরাতনগুলোকেও সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স সভাপতি মাহবুবুল আলম। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে ছয় হাজারের বেশি কন্টেইনার ওঠানামা করে। এর মধ্যে আমদানি করা কন্টেইনারগুলো নিয়ে আসা হয় আইসিডিতে। শুল্কায়ন শেষে খালাস নেয় আমদানিকারক। আর রফতানি করা কন্টেইনারও এখানে পরীক্ষা শেষে জাহাজে তুলে দিতে বন্দরে নিয়ে যাওয়া হয়। ওয়ালটনের গ্রীন রেফ্রিজারেটর প্রকল্পের উদ্বোধন ওয়ালটনকে বাংলাদেশের আইকন বলে আখ্যায়িত করছেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। ওয়ালটন কারখানায় পরিবেশবান্ধব ও বিদ্যুত সাশ্রয়ী গ্রীন রেফ্রিজারেটর প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, বিশ্বের লেটেস্ট প্রযুক্তির ফ্রিজ আমরা উৎপাদন করছি। একে এতিহাসিক মুহূর্ত উল্লেখ করে তিনি বলেন, এটা আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়। বন ও পরিবেশ উপমন্ত্রী শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানায় গ্রীন রেফ্রিজারেটর প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রইচ উল আলম ম-ল, ইউএনডিপির এ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর খুরশিদ আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম প্রমুখ। -বিজ্ঞপ্তি
×