ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃষ্টি উপেক্ষা করে কর মেলায় উপচেপড়া ভিড়

প্রকাশিত: ০৪:১৯, ৬ নভেম্বর ২০১৬

বৃষ্টি উপেক্ষা করে কর মেলায় উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার ॥ টিপটিপ বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে আয়কর মেলার পঞ্চম দিনেও ছিল উপচেপড়া ভিড়। মেলার মাত্র দুদিন বাকি থাকায় সপ্তাহের শেষ ছুটির দিন মেলা প্রাঙ্গণে করদাতাদের ঢল নামে। দিনটিতে করদাতাদের পদচারণায় মেলায় তিল ধারনের ঠাঁই ছিল না। এক ছাদের নিচে সব সেবা পেয়ে করদাতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। মেলায় ঘুরে দেখা গেছে, কেউ নতুন ই-টিআইন গ্রহণ করছেন কেউবা দাখিল করছেন রিটার্ন। আবার কেউ নতুন তথ্য জেনে নিচ্ছেন কর শিক্ষণ ফোরাম থেকে। এদিকে মেলার পঞ্চম দিনে সারাদেশে আয়কর সংগ্রহ হয়েছে ২৫৯ কোটি ৯৩ লাখ ৩ হাজার ৮১৯ টাকা। শনিবারে এসে আয়কর সংগ্রহের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা। এদিন সেবা গ্রহণ করেছেন ১ লাখ ৫৫ হাজার ৫৪০ জন, রিটার্ন দাখিল হয়েছে ৩০ হাজার ২১৮ও নতুন ই-টিআইএন খোলা হয়েছে ৪ হাজার ৮৯৬টি। এনবিআর সূত্রে জানা গেছে, মেলার পঞ্চম দিনে আয়কর সংগ্রহ হয়েছে ২৫৯ কোটি ৯৩ লাখ ৩ হাজার ৮১৯ টাকা। দিনটিতে এসে আয়কর সংগ্রহের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা। এদিন পর্যন্ত সারাদেশে সেবা গ্রহণ করেছেন প্রায় সাড়ে ছয় লাখ করদাতা ও দর্শনার্থী ও পঞ্চম দিন পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ২১ হাজার ১৩১ জন। এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে মেলার চতুর্থ দিনে শুক্রবার আয়কর সংগ্রহ হয়েছে ২০৪ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৭৩৮ টাকা। চতুর্থ দিন পর্যন্ত মেলায় মোট ১১৫৭ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৭৩২ টাকার আয়কর সংগ্রহ হয়েছে। এদিন সেবা গ্রহণ করেছেন ১ লাখ ৫৬ হাজারের বেশি করদাতা ও দর্শনার্থী। আয়কর বিবরণী জমা দিয়েছেন ২৯ হাজার ৩০৬ জন। আর তৃতীয় দিনে আয়কর সংগ্রহ হয় ২২৭ কোটি ৮ লাখ ৬৭ হাজার ৮৭০ টাকা। দ্বিতীয় দিন পর্যন্ত সংগ্রহ ছিল ৭২৫ কোটি ১১ লাখ ৫৪ হাজার ১২৪ টাকা। মেলার প্রথম দিনে রাজস্ব এসেছিল ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা। চতুর্থ দিন পর্যন্ত আয়কর আদায়ে প্রবৃদ্ধি ৫ দশমিক ৫২ শতাংশ, রিটার্ন দাখিলে ১৭ দশমিক ৮৯ শতাংশ ও সেবা গ্রহণে পূর্ববর্তী বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৪৫ শতাংশ। এদিকে শনিবার বিকেলে আয়কর মেলা প্রাঙ্গণে বাংলাদেশের এ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের ‘পার্টনারশিপ ডায়ালগ’ অনুষ্ঠিত হয়। এতে এ্যাটর্নি জেনালের মাহবুবে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। উচ্চ আদালতে আয়কর সংক্রান্ত রিট ও রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তিপূর্বক সরকারের বকেয়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে এ্যাটর্নি জেনারেলের কার্যালয় জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তিতে চলমান কাজ আরও বেগবান হবে মর্মে ডায়ালগে আশাবাদ ব্যক্ত করা হয়।
×