ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীদের এড়াতে পারছে না সুহৃদ ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত: ০৪:১৭, ৬ নভেম্বর ২০১৬

বিনিয়োগকারীদের এড়াতে পারছে না সুহৃদ ইন্ডাস্ট্রিজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের মুখোমুখি না হতে চেয়েও ব্যর্থ হয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সঙ্গে প্রতারণা করার লক্ষ্যে ঢাকার বাহিরে সকাল সাড়ে ৭টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য সময় নির্ধারণ করলেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তা বন্ধ করে দিয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির ৩ বছরের মধ্যে ২ বার ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। একইসঙ্গে কোম্পানিটি ২ বছর ধরে লোকসানে রয়েছে। যাতে শেয়ার দরও অবস্থান করছে অভিহিত মূল্যের নিচে। এমতাবস্থায় শেয়ারহোল্ডারদের সম্মুখীন হতে না চাওয়ায় সকাল সাড়ে ৭টায় এজিএম’র জন্য সময় নির্ধারণ করে। আগামী ১০ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় গাজীপুরে কোম্পানির ফ্যাক্টরিতে এজিএমের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
×