ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাবিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ০৩:৪৪, ৬ নভেম্বর ২০১৬

শাবিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

শাবি সংবাদদাতা ॥ শিক্ষার্থীদের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে আন্তঃবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হয়। আজ রবিবার সন্ধ্যা ৬টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ প্রতিযোগিতা। সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় জানান, প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, নৃত্য ও আবৃত্তি- এ চার ক্যাটাগরিতে ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। তিনি আরও জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া।
×