ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে বাউল উৎসব

প্রকাশিত: ০৩:৪৪, ৬ নভেম্বর ২০১৬

কিশোরগঞ্জে বাউল উৎসব

মাজহার মান্না, কিশোরগঞ্জ, ৫ নবেম্বর ॥ বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত বাউল সাধক গীতিকবি ও সুরকার হারিছ মোহাম্মদের গান নিয়ে কিশোরগঞ্জে শুক্রবার রাতে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে চার গুণী শিল্পী ও একজন সমাজসেবককে উত্তরীয় ও সম্মাননা প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেনÑ সমাজসেবক ও রাজনীতিক আতাউর রহমান, প্রয়াত বাউল সাধক গীতিকবি আবেদ আলী, বাউলশিল্পী সিরাজ উদ্দিন খান পাঠান, বাউলশিল্পী বাচ্চু সরকার ও বাউলশিল্পী হরমুজ আলী। এ সময় শিল্পীদের জীবনী পাঠ করেন কবি গৌতম দেবনাথ। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, এ্যাডভোকেট আতাউর রহমান, আবৃত্তিশিল্পী ম.ম জুয়েল, সংস্কৃতিকর্মী আতাউর রহমান মিলন, পল্লী সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক এম এ জুবায়ের, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম প্রমুখ। শেষে বাউল গান পরিবেশনা করেন নেত্রকোনার বাউলশিল্পী সিরাজউদ্দিন খান পাঠান, কেন্দুয়ার লিটন সরকার, ভৈরবের লাকি দেওয়ান, কটিয়াদীর মনি সরকার, আব্দুল জব্বার সরকার, হোসেনপুরের কামাল সরকার, কিশোরগঞ্জের বাচ্চু সরকার ও হরমুজ আলী। শিল্পকলায় সন্ধ্যা থেকে গভীর রাত অবধি বিপুলসংখ্যক দর্শক শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন।
×