ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট ইস্যুতে কোণঠাসা মে

আগাম নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে ব্রিটেন

প্রকাশিত: ০৩:৪০, ৬ নভেম্বর ২০১৬

আগাম নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে ব্রিটেন

ব্রিটেনে ক্ষমতাসীন কনজারভেটিভ পর্টির (টোরি) মন্ত্রীরা আগাম নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানা গেছে। ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার ইস্যুটি প্রধানমন্ত্রী তেরেসা মে যেভাবে সামাল দিচ্ছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে টোরি দলের একজন এমপি পদত্যাগের পর ব্রিটেনে আগাম নির্বাচনের ধারণাটি জোরদার হয়েছে। খবর টেলিগ্রাফ অনলাইনের। পার্লামেন্টের অনুমোদন ছাড়া ব্রেক্সিট বাস্তবায়ন করা যাবে না, বৃহস্পতিবার ব্রিটেনের হাইকোর্টের তিনজন বিচারক এই মর্মে রুলিং দেয়ার পর বেকায়দায় পড়েছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। বিষয়টি নিয়ে সরকারের মন্ত্রীরা এখন খোলাখুলিভাবে কথা বলছেন, সরকারের শীর্ষ সূত্রে এ রকম খবর পাওয়া গেছে। হাইকোর্টের রুলিংয়ের জেরে পদত্যাগ করেছে সিøফোর্ড ও নর্থ হাইকহ্যাম থেকে নির্বাচিত এমপি স্টিফেন ফিলিপস। তার শূন্য আসনে এখন উপনির্বাচন দিতে হবে। টোরি দলের অন্য এমপিরাও যদি তার দেখাদেখি পদত্যাগ করা শুরু করেন তবে তেরেসা মে’র সামনে আগাম সাধারণ নির্বাচন দেয়া ছাড়া কোন উপায় থাকবে না। হাইকোর্টের ওই রুলিং তেরেসা মে’র জন্য এক অপ্রত্যাশিত আঘাত বলেই বিবেচিত হচ্ছে। সরকার এখন হাইকোর্টের রুলিংয়ের বিরুদ্ধে সুপ্রীমকোর্টে আপীল করবে। কিন্তু সেখানে যদি সরকার হেরে যায় তবে কমন্স ও লর্ডস পার্লামেন্টের উভয় কক্ষে ব্রেক্সিট সংশোধনী বিষয়ে তেরেসা মে যে বিলটি আনতে যাচ্ছেন তা হয় বিলম্বিত অথবা আটকে দেয়া হবে বলে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সাবেক প্রধান নিক ক্লেগ হুমকি দিয়ে রেখেছেন। ক্লেগ শুক্রবার বিবিসিকে বলেছেন, সরকারী সিদ্ধান্তের পক্ষে অথবা বিপক্ষে ভোট দেয়ার স্বাধীনতা এমপিদের থাকা উচিত। স্পষ্টতই বৃহস্পতিবারের ওই রুলিং সরকারকে ক্ষুব্ধ করেছে। ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড জোনস বলেছেন, যেসব পার্লামেন্ট সদস্য ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে সওয়াল করছেন তারা মানসিকভাবে সুস্থ নয়। তারা ব্রিটিশ জনগণের আশা আকাঙ্খাকে পদদলিত করতে চাচ্ছে। তেরেসা মে’র সরকার এখন বেক্সিট বাস্তবায়ন করতে ইচ্ছুক। এ কাজে খুব বেশি বিলম্ব করতে রাজি নয় সরকার।
×