ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দলীয় ভোট পেতে উদগ্রীব ডেমোক্র্যাটিক প্রার্থী ॥ শ্বেতাঙ্গ শ্রমজীবীদের পক্ষে চান ট্রাম্প

জোর প্রচারে হিলারি ও ট্রাম্প

প্রকাশিত: ০৩:৪০, ৬ নভেম্বর ২০১৬

জোর প্রচারে হিলারি ও ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন তার দলীয় সমর্থকদের ভোট নিশ্চিন্তে পাওয়ার চেষ্টায় এক সময়ে ডেমোক্র্যাটদের জন্য নিরাপদ বলে গণ্য হতো এমন অঙ্গরাজ্যগুলোতে জোর প্রচারাভিযান চালাচ্ছেন। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন বাড়ছে বলে জরিপে দেখা গেলে হিলারি এ পদক্ষেপ নিয়েছেন। এদিকে জনসমর্থনের দিক দিয়ে হিলারির সঙ্গে ব্যবধান কমছে এমন তিনটি অঙ্গরাজ্যে জয়ী হতে ট্রাম্প শেষবারের মতো চেষ্টা করছেন। মিশিগান, উইসকনসিন ও নিউমেক্সিকো নির্ভরযোগ্যভাবেই ডেমোক্র্যাট সমর্থক, কিন্তু রিপাবলিকানরা সেখানকার শ্রমজীবী শ্বেতাঙ্গদের ভোট প্রার্থনা করে পরিস্থিতি পাল্টে দিতে চাচ্ছেন। খবর বিবিসি ও ওয়াল স্ট্রিট জার্নালের। উভয় পক্ষই কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত নেননি এমন ভোটারদের প্রভাবিত করার পরিবর্তে তাদের সমর্থকদের দিয়ে ভোট দেয়ানোর দিকেই এখন মনোনিবেশ করছেন। এরই মধ্যে ৩ কোটি ৭০ লাখ আগাম ভোট দেয়া হয়ে গেছে। মিশিগান, উইসকনসিন ও নিউ মেক্সিকো সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনগুলোতে ডেমোক্র্যাটিক পার্টিকেই সমর্থন করে এসেছে এবং অঙ্গরাজ্য তিনটিতে হিলারিই সব সময়েই এগিয়ে আছেন বলে জরিপেও দেখা যায়। কিন্তু প্রচারাভিযানের শেষ দিনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হতে থাকায় ট্রাম্প সেখানে এক আকস্মিক জয় অর্জন করে ২৭০ ইলেক্টোরাল ভোট পাওয়ার পথ প্রশস্ত করার আশা করছেন। তিনটি অঙ্গরাজ্যের জরিপ বিশেষজ্ঞ ও কৌশলবিদরা বলছেন, একটি অঙ্গরাজ্যকেও রিপাবলিকান পক্ষে ভেড়ানো বেশির পক্ষে ক্ষীণ সম্ভাবনাময় প্রয়াসই রয়ে গেছে। কিন্তু ট্রাম্প ও তার রানিংমেট মাইক পেন্স শ্বেতাঙ্গ শ্রমজীবী ভোটারদের মন জয় করার আশায় নির্বাচনের পূর্বক্ষণে তিন অঙ্গরাজ্যের সবগুলোতেই প্রচার চালাচ্ছেন। এদিকে হিলারির প্রচার শিবিরের সমর্থন ভিত্তিকে সসংহত করার চেষ্টা করছে।’ এ শিবির মিশিগান ও নিউ মেক্সিকোতে নতুন নতুন টিভি বিজ্ঞাপন দিচ্ছে এবং হিলারি ডেট্রয়টে শুক্রবার প্রচার চালান। মঙ্গলবারের নির্বাচনে ভোট দিতে উৎসাহী জনতার প্রতি আহ্বান জানানোর আগে হিলারি বলেন, নির্বাচনের দিন ডেট্রয়টের জেগে ওঠা প্রয়োজন। এ স্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনটি অঙ্গরাজ্যের মধ্যে মিশিগানেই ট্রাম্পের কোন আকস্মিক বিজয় অর্জনের সর্বাধিক সুযোগ রয়েছে। এ অঙ্গরাজ্যে হিরারি শতকরা প্রায় ৬ পয়েন্টে এগিয়ে আছেন, কিন্তু সেখানে কলেজ ডিগ্রীবিহীন বিরাটসংখ্যক শ্বেতাঙ্গ ভোটারের উপস্থিতি মিশিগানকে রিপাবলিকান প্রার্থীর জন্য অপেক্ষাকৃত উর্বর স্থানে পরিণত করতে পারে। হিলারি ও ট্রাম্প উভয়েই ওহাইও ও পেনসিলভেনিয়াতেও সভা-সমিতির আয়োজন করেন। মঙ্গলবারের নির্বাচন এ দুটি অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারে। ট্রাম্প নিউ হ্যাম্পশায়ারও সফর করেন। সেখানে তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেন, তার প্রতিদ্বন্দ্বী হিলারি যুক্তরাষ্ট্রে সিরীয় শরণার্থীদের সংখ্যা ৫৫০ শতাংশ বাড়াতে চান। তিনি বলেন, হিলারির পরিকল্পনার অর্থ আমাদের স্কুল ও বসতিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে সন্ত্রাসবাদ, চরমপন্থা ও উগ্রপন্থা ছড়িয়ে পড়বে। এদিকে হিলারি পেনসিলভেনিয়ার পিটসবার্গে এক সমাবেশে বলেন, তার প্রতিদ্বন্দ্বী তার মেজাজ এবং নারী ও সংখ্যালঘুদের প্রতি তার অপমানজনক মন্তব্যের কারণে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। ট্রাম্প বর্তমানে ওহাইওতে হিলারির তুলনায় এগিয়ে আছেন বলে রিয়াল ক্লিয়ার পলিটিকসের জরিপে দেখা যায়। হিলারি পেনসিলভেনিয়াতে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। বিভিন্ন জাতীয় জরিপে দেখা যায়, রিপাবলিকান প্রার্থী গত সপ্তাহে সেরূপ সময়ে তার প্রতিদ্বন্দ্বীর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি জনমর্থন অর্জন করেন। এটি কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ও ট্রাম্পের জন্য সহায়ক হয় বলে মনে হয়।
×