ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে ‘প্রথম নারী ট্রাক মিস্ত্রী’!

প্রকাশিত: ১৯:৫৭, ৫ নভেম্বর ২০১৬

ভারতে ‘প্রথম নারী ট্রাক মিস্ত্রী’!

অনলাইন ডেস্ক ॥ একবিংশ শতাব্দীতে মেয়েরা ছেলেদের থেকে কোন অংশে পিছিয়ে নেই। তারা পাল্লা দিয়ে এরোপ্লেন, ট্যাক্সি, মোটরসাইকেল চালাচ্ছে, এমনকি ট্রাকও। তবে গাড়ি মেরামত এমন একটা পেশা যেখানে এতদিন পুরুষরা দাপিয়ে বেড়াচ্ছিল। কিন্তু এবার হয়ত পুরুষদের সেই একচ্ছত্র প্রাধান্যও কমতে চলেছে। ৫৫ বছরের শান্তি দেবী হলেন ভারতের প্রথম নারী ট্রাক মিস্ত্রী। জানা গেছে, গত ২০ বছর ধরে বিভিন্ন ট্রাক মেরামতের কাজ করে চলেছেন তিনি। তার স্বামী রাম বাহাদুরের সঙ্গে দিল্লির সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে একটি চায়ের দোকান খুলেছিলেন তিনি। সেই চায়ের দোকানই পরে ট্রাক মেরামতের দোকানে পরিণত হয়। ট্রাক মেরামতে স্বামীকে সহযোগিতা করতে করতেই নিজেই একদিন পাকা মিস্ত্রি হয়ে ওঠেন শান্তি দেবী। এখন পঞ্চাশ কিলোর ট্রাকের টায়ার নিজেই মেরামত করতে পারেন তিনি। শান্তি দেবী জানিয়েছেন, অনেক পুরুষ মিস্ত্রির চেয়েও ভালো কাজ করেন তিনি।
×