ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড সফর দলে মুস্তাফিজ

প্রকাশিত: ০৮:০১, ৫ নভেম্বর ২০১৬

নিউজিল্যান্ড সফর দলে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বিপিএলের খেলা একটিও শুক্রবার মাঠে গড়ালো না। এর মধ্য দিয়ে রাত নয়টার দিকে নিউজিল্যান্ড সফরের ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান আবার দলে জায়গা পেয়েছেন। অস্ত্রোপচার হওয়ার পর আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দলে মুস্তাফিজকে রাখা হয়নি। মুস্তাফিজ পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। হাতে আরও এক মাস সময় আছে। এ সময়ের মধ্যে মুস্তাফিজ খেলার জন্যও ফিট হয়ে যাবেন। আর তাই তাকে প্রাথমিক দলে রাখা হয়েছে। নিউজিল্যান্ডে গিয়ে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডে দিয়ে ২৬ ডিসেম্বর সিরিজ শুরু হবে। এরপর ২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে যথাক্রমে ৩, ৬ ও ৮ জানুয়ারি দুই দলের মধ্যকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ হবে। নির্ধারিত ওভারের সিরিজ শেষে ১২ জানুয়ারি প্রথম ও ২০ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে।
×