ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিল্পাচার্যের শহরে শিল্পের ছড়াছড়ি

প্রকাশিত: ০৬:৪১, ৫ নভেম্বর ২০১৬

শিল্পাচার্যের শহরে শিল্পের ছড়াছড়ি

শিল্পাচার্য জয়নুল আবেদিনের শেকড় ময়মনসিংহ। শিল্পাচার্যের এই শহরে শিল্পের চর্চা ছড়িয়ে পড়েছে সবখানে। শহরের অলিগলির বিভিন্ন স্কুলে প্রতিবছর তৈরি হচ্ছে অসংখ্য ক্ষুদে জয়নুল! শিল্পাচার্যের চেতনায় উদ্বুদ্ধ এই ক্ষুদে ‘জয়নুলরা’ প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে দেশ ও আন্তর্জাতিক পরিম-ল। এ নিয়ে গর্বিত শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সাবেক ডেপুটি কিপার শিল্পী ড. বিজয় কৃষ্ণ বণিক জানান, শিল্পাচার্য সেদিন যে স্বপ্ন দেখতেন আজ তা বাস্তবে রূপ নিয়েছে। প্রতিবছর ময়মনসিংহ থেকে অসংখ্য শিল্পী তৈরি হচ্ছে। ময়মনসিংহের জীবন-জীবিকা, ব্রহ্মপুত্র নদ, পাল তোলা নৌকা, কাশবন, অপেক্ষা ও দুর্ভিক্ষসহ অসংখ্য ছবি এঁকেছেন শিল্পাচার্য। জয়নুলের শেকড় ময়মনসিংহে শিল্পচর্চার জন্য সেদিন প্রতিষ্ঠা করা হয়েছিল জয়নুল আর্ট স্কুল। ব্রহ্মপুত্র পাড়ের পার্ক এলাকায় পরে সেটিতে প্রতিষ্ঠা করা হয় জয়নুল সংগ্রহশালা। বতর্মানে এটি জাতীয় জাদুঘরের অধীন। শিল্পাচার্যের সাধের এই সংগ্রহশালাতেই চালু রয়েছে জয়নুল আর্ট স্কুল। ২০০৫ সাল থেকে ক্ষুদে শিল্পীরা এই আর্ট স্কুলে শেখার সুযোগ পাচ্ছে। তবে তারও আগে জয়নুল তরফদার ও অধ্যাপক মীর রেজাউল করিমের উদ্যোগে এই সংগ্রহশালায় চালু করা হয়েছিল আর্ট স্কুল। মূলত এই স্কুলের শিক্ষার্থীরাই পরে ছড়িয়ে পড়ে। নতুন বাজার, মুমিনুন্নেছা কলেজ, নতুন কুঁড়ি স্কুলের সামনে, গুলকিবাড়ি, পাদ্রী মিশন রোডসহ অলিগলিতে গড়ে তোলা হয় অসংখ্য আর্ট স্কুল। বিশেষ করে বিদ্যাময়ী গার্লস স্কুল, জিলা স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলসহ নামী-দামী স্কুলের শিক্ষকরাই এসব প্রতিষ্ঠানের চালিকাশক্তি। এসবের বাইরে জেলা শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি, উদয়ন স্কুল, নোভিস ফাউন্ডেশনেও রয়েছে আর্ট শেখার সুযোগ। জয়নুল আবেদিন আর্ট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মামুন গড়ে তুলেছেন মামুন আর্ট স্কুল। শিল্পী মামুন জানান, ২৭ বছর ধরে তিনি নিজের হাতে গড়া প্রতিষ্ঠানে শিশুদের আর্ট শেখাচ্ছেন। শিল্পাচার্যের স্বপ্ন পূরণের উদ্যোগ ছড়িয়ে দিতেই তিনি শিক্ষকতার পাশাপাশি এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁর মতে অনেকে বাসা-বাড়িতে শিশুদের জন্য গড়ে তুলেছেন আর্ট স্কুল। ‘শিল্পাঙ্গন’ এর উদ্যোক্তা তাপস কুমার মজুমদারের বাসায় গিয়ে দেখা গেছে, বেশ কিছু শিশু আর্ট করছে। ক্ষুদে এসব শিশুর সঙ্গে তাদের অভিভাবকরাও এসেছে। শিল্পী তাপস জানান, জাতীয় পর্যায়ে প্রতিবছর যে প্রতিযোগিতা হচ্ছে সেখানে ময়মনসিংহের শিল্পীরা মেধার স্বাক্ষর রাখছে। -বাবুল হোসেন, ময়মনসিংহ থেকে
×