ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুরানো কেন্দ্রীয় কারাগারকে স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্সে রূপ দেয়ার পরিকল্পনা

প্রকাশিত: ০৬:৪০, ৫ নভেম্বর ২০১৬

পুরানো কেন্দ্রীয় কারাগারকে স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্সে রূপ দেয়ার পরিকল্পনা

নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারকে একটি স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্সে রূপ দেয়ার পরিকল্পনা করেছে কারা অধিদফতর। যেখানে থাকবে সুইমিংপুল, শপিংমল। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক উদ্দেশ্য বিনষ্ট করতে পারে ঐতিহাসিক এ স্থাপনার প্রতœতাত্ত্বিক গুরুত্ব। কারা অধিদফতর বলছে, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রয়োজনে আদিরূপে সংরক্ষণ করা হবে ইতিহাসের এ নীরব সাক্ষীকে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্মৃতি ২২৮ বছরের হলেও ঐতিহাসিক নিদর্শন হিসেবে এর বয়স ৪০০ বছরেরও পুরনো, ৩৭ একরের যে স্থাপনার সঙ্গে সম্পর্কিত বাংলাদেশ সৃষ্টির আগের ও পরের অনেক সংগ্রামগাঁথা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলনের নানা ধাপে এখানেই বন্দীজীবন কাটিয়েছেন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। শুধু তাই নয়, এ স্থাপনা ৪১ বছর ধরে বহন করছে বিপথগামী সেনা সদস্যদের হাতে বিচারবহির্ভূতভাবে জাতির ৪ সূর্যসন্তানকে হত্যার স্মৃতি। তবে কেরানীগঞ্জে কারাগার স্থানান্তরের পর, এ স্থাপনা নিয়ে কারা কর্তৃপক্ষের পরিকল্পনায় ঠাঁই পায় সুইমিংপুল কিংবা শপিংমলের মতো বাণিজ্যিক স্থাপনা। -স্টাফ রিপোর্টার
×