ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে অগ্নি নিরাপত্তা ছাড়াই গড়ে উঠছে বহুতল ভবন

প্রকাশিত: ০৬:৩৯, ৫ নভেম্বর ২০১৬

চট্টগ্রামে অগ্নি নিরাপত্তা ছাড়াই গড়ে উঠছে বহুতল ভবন

স্টাফ রিপোর্টার ॥ বন্দরনগরী চট্টগ্রামে অগ্নি নিরাপত্তা কিংবা দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়াই গড়ে উঠছে শত শত বহুতল ভবন। আইন থাকা সত্তেও ভবন তৈরির আগে ফায়ার সার্ভিস থেকে নেয়া হচ্ছে না অনাপত্তিপত্র। ঠিক তেমনি ভবন তৈরির পর নেয়া হয় না বসবাসের উপযোগী ঘোষিত ছাড়পত্র। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এবং ব্যাপক প্রাণহানির আশঙ্কা। এ অবস্থায় ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্র ছাড়া ভবনগুলোতে বিদ্যুত, পানি এবং গ্যাস সংযোগ না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সিডিএ। ফায়ার সার্ভিস আইন ২০০৩ সালের ৭ এবং ৮ ধারা অনুযায়ী, ছয় তলার ওপর যে কোন ভবন নির্মাণ করতে গেলে ফায়ার সার্ভিস থেকে অনাপত্তিপত্র এবং ভবনের নির্মাণের কাজ শেষ হলে বসবাস উপযোগী ঘোষিত ছাড়পত্র নিতে হবে। অনাপত্তিপত্রে অগ্নি নিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ১৮টি শর্ত দেয়া হয়। ভবন তৈরি শেষে ফায়ার সার্ভিসের পরিদর্শক দল শর্তগুলো মানা হয়েছে কিনা পরীক্ষা শেষে বসবাস উপযোগী ছাড়পত্র দিয়ে থাকে। কিন্তু নগরীতে পাঁচ হাজারের বেশি বহুতল ভবন থাকলেও মাত্র ৩শ’ ভবন অনাপত্তি নেয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স সহকারী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, দুই থেকে তিনভাগ অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর করতে পেরেছে। এখনও পুরোপুরি করতে না পারার কারণে ছাড়পত্র দেয়া হয়নি। এক্ষেত্রে যারা এই ভবনগুলোতে বসবাসসহ ব্যবসা করবেন তাদের বড় ধরনের ঝুঁকি রয়েছে বলেন জানান তিনি।
×