ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের হারের প্রভাব র‌্যাঙ্কিংয়ে

প্রকাশিত: ০৬:৩৮, ৫ নভেম্বর ২০১৬

পাকিস্তানের হারের প্রভাব র‌্যাঙ্কিংয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা দারুণ কাটছিল। ইংল্যান্ড সফরে ২-২এ সিরিজ ড্র করার পর প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিল মিসবাহ-উল হকের দল। এরপর আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে তারা। কিন্তু শারাজায় তৃতীয় টেস্টটা বাজেভাবে হেরে বসে পাকিস্তান। র‌্যাঙ্কিংয়েও যার নেতিবাচক প্রভাব পড়েছে। যদিও দ্বিতীয় স্থান ধরে রেখেছে পাকিরা, তবে এক হারে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার (১০৮) সঙ্গে এখন তাদের পয়েন্টের ব্যবধান মাত্র ১! অনেক পেছনের দল ক্যারিবীয়দের কাছে শেষ ম্যাচটাতে হেরে যাওয়ায় ২ পয়েন্ট খোয়ায় পাকিস্তান।
×