ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরেকটি বিশ্বকাপের ফাইনাল খেলবে মেসি!

প্রকাশিত: ০৬:৩৭, ৫ নভেম্বর ২০১৬

আরেকটি বিশ্বকাপের ফাইনাল খেলবে মেসি!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ ফুটবলের রঙ্গমঞ্চে রঙিন অভিষেক হয়েছিল লিওনেল মেসির। সেটা ২০০৬ জার্মান বিশ্বকাপের কথা। বিশ্বকাপ অভিষেকে মাঠে নেমেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছিলেন সে সময়ের ১৮ বছর বয়সী তরুণ। গ্রুপ পর্বে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিরুদ্ধে ৭৪ মিনিটে ম্যাক্সি রড্রিগুয়েজের বদলি হিসেবে নেমে ১৪ মিনিট পরই প্রথম গোল পেয়েছিলেন মেসি। ৮৮ মিনিটে করা সেই গোলটির মধ্য দিয়েই ফুটবলবিশ্বে নিজের আগমনী বার্তা পৌঁছে দিয়েছিলেন এ যুগের বিস্ময় বালক। কিন্তু বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে মেসির এর পরের অধ্যায়ে যোগ হয় শুধুই হতাশা, ব্যর্থতা, আপসোস আর হাহাকার। অভিষেকে আলো ছড়ানোর পর আর নিজেকে মেলে ধরতে পারেননি। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্যর্থ হন। তবে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে পৌঁছে গিয়েছিলেন স্বপ্নপূরণের কাছাকাছি। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসির। এরপর ২০১৫ ও ২০১৬ টানা দুই বছর দু’টি কোপা আসরের ফাইনালেও পরাজিত দলের সদস্য হন পাঁচবারের ফিফা সেরা তারকা। এরপর রাগে-ক্ষোভে অবসর নিয়েছিলেন ক্ষুদে এই জাদুকর। তবে দেশের টানে আবারও ফিরেছেন। চারবার দেশের জার্সিতে ফাইনালে হারলেও অনেকে মনে করেন, এখনও মেসির সুযোগ আছে বিশ্বকাপ জিতে অবসর নেয়ার। এক সাক্ষাতকারে এমন জানিয়েছেন আর্জেন্টাইন কোচ এডগার্ডো বাউজা। গত মাসেও তিনি একই কথা বলেছিলেন। আর্জেন্টিনার কোচ আশাবাদী সুরে বলেছেন, আরও একটি বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ ভালমতোই আছে মেসির। দেশের জন্য শিরোপা জিততে মরিয়া মেসি, এ কথাটিই আরেকবার সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন বাউজা। গত তিন বছরে তিনটি ফাইনাল থেকে খালি হাতে ফেরা এই আর্জেন্টাইন কতটা ক্ষুধার্ত, সেটিও ব্যাখ্যা করেছেন আর্জেন্টাইন কোচ। মেসি প্রসঙ্গে কোচ বাউজা বলেন, তাকে (মেসি) জাতীয় দলের প্রতি নিবেদিতপ্রাণ বলা যায়। অবসর নেয়ার সময় সে নিজের না পাওয়ার হতাশা থেকেই অনেক সিদ্ধান্ত নিয়েছিল। সেসব এখন অতীত।
×