ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের লজ্জার হার ম্যানইউর

প্রকাশিত: ০৬:৩৭, ৫ নভেম্বর ২০১৬

ফের লজ্জার হার ম্যানইউর

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণান্ত চেষ্টা করেও সফল হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। গত কয়েক মৌসুম সাফল্যহীনতায় ভোগা দলটি এবারের মৌসুমেও বেহাল অবস্থায়। চ্যাম্পিয়ন্স লীগে খেলতে না পারা রেড ডেভিলসরা খেলছে দ্বিতীয় সারির উয়েফা ইউরোপা লীগে। সেখানেও গ্রুপ পর্বের বৈতরণী পার হতে পারবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। ডাচ ক্লাব ফেয়েনর্ডের কাছে হার দিয়ে মিশন শুরু করা ইউনাইটেড পরের দুই ম্যাচ জিতে ভাল সম্ভাবনা সৃষ্টি করে। কিন্তু চতুর্থ ম্যাচে আবারও হারের তেতো স্বাদ পেয়েছে জোশে মরিনহোর দল। বৃহস্পতিবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে তুরস্কের ক্লাব ফেনারব্যাচের কাছে ২-১ গোলে হেরেছে অতিথি ইংলিশ ক্লাব ম্যানইউ। এর আগে নিজেদের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে প্রথম লেগের ম্যাচে ফেনারব্যাচকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল ইংলিশ পরাশক্তিরা। এবার তাই মধুর প্রতিশোধ নিয়েছে রবিন ভ্যান পার্সির ফেনারব্যাচ। গ্রুপের ম্যাচে লুহানস্কের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফেয়েনর্ড। ‘এ’ গ্রুপে বর্তমানে ৪টি করে ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে গোলগড়ে একে ফেনারব্যাচ ও দুইয়ে ফেয়েনর্ড। তিনে থাকা ম্যানইউর পয়েন্ট ৬। নকআউট পর্বে খেলতে হলে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ভাল করার বিকল্প নেই ম্যানইউর। ‘এফ’ গ্রুপের আলোচিত ম্যাচে দারুণ জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব এ্যাথলেটিক বিলবাও। বেলজিয়ামের ক্লাব জেঙ্ককে ৫-৩ গোলে হারায় বিলবাও। বিজয়ী দলের হয়ে পাঁচটি গোলই করেন স্প্যানিশ স্ট্রাইকার আরিটস আডুরিজ। এর মধ্যে তিনটিই করেন পেনাল্টি থেকে। ইউরোপা লীগে এক ম্যাচে কারও ৫ গোল করার এটাই প্রথম ঘটনা। এডিন জেকোর জোড়া গোলে রোমা ৪-২ গোলে হারিয়েছে অস্ট্রিয়া ভিয়েনাকে। তবে ইতালির আরেক দল ইন্টার মিলান ২-১ গোলে সাউদাম্পটনের কাছে হেরেছে। পরশু রাতে দুই ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্ব নিশ্চিত করেছে জেনিট, শাখতার ডোনেস্ক, শালকে জিরো ফোর ও আয়াক্স। ইস্তাম্বুলে নিজেেেদর মাঠে শুরু থেকেই অতিথি ম্যানইউর ওপর চড়াও হয়ে খেলতে থাকে স্বাগতিক তুর্কি ক্লাব ফেনারব্যাচ। ম্যাচের ৬৫ সেকেন্ডে বাঁ দিক থেকে হাসান আলি কালডিরিমের ক্রসে মুসা সোর দর্শনীয় বাইসাইকেল কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির একটু আগে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানইউর ফরাসী তারকা পল পোগবাকে। ফরাসী এই তারকা মিডফিল্ডারের জোড়া গোলেই ওল্ডট্র্যাফোর্ডে ৪-১ ব্যবধানে ফেনারব্যাচকে উড়িয়ে দিয়েছিল ইউনাইটেড। ৫৯ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রিকিকে ব্যবধান বাড়ান স্বাগতিকদের জেরেমাইন লেন্স। গোলরক্ষক ডেভিড ডি গিয়া জায়গা ছেড়ে নড়তেই পারেননি। দুই গোলে পিছিয়ে পড়ার পর যেন হুশ হয় ম্যানইউর। এরপর একের পর এক আক্রমণ শাণাতে থাকে মরিনহোর শিষ্যরা। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি তারা। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে ওয়েন রুনি অসাধারণ এক গোল করে ম্যানইউকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। প্রায় ৩০ গজ দূর থেকে অসাধারণ শটে গোল করেন রেড ডেভিলস অধিনায়ক। এই গোলের মাধ্যমে ইউরোপে ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ ৩৮টি গোল করা রুড ফন নিস্টলরয়কে স্পর্শ করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড। সান্ত¡নার এই গোল করলেও ম্যাচে হার এড়াতে পারেনি ম্যানইউ। এই ম্যাচেও ডাগআউটে ম্যানইউ কোচ জোশে মরিনহোকে উত্তেজিত দেখা যায়। রেফারির সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ ঝরান পর্তুগীজ এই কোচ। যে কারণে এক ম্যাচ নিষিদ্ধও হয়েছেন তিনি। ইউরোপিয় প্রতিযোগিতায় এ নিয়ে নয়টি ম্যাচে জয়হীন থাকল ম্যানইউ। এর মধ্যে তারা হেরেছে আটটিতেই। করুণ এই দশার পর ম্যানইউর কোচের মিউজিক্যাল চেয়ারে মরিনহো আর কতদিন থাকতে পারেন সেটা নিয়ে শুরু হয়েছে আলোচনা, গুঞ্জন।
×