ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে কুমিল্লা-রাজশাহী পয়েন্ট ভাগাভাগি

প্রকাশিত: ০৬:৩৬, ৫ নভেম্বর ২০১৬

বৃষ্টিতে কুমিল্লা-রাজশাহী পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস রিপোর্টার ॥ উইকেট কাভারে ঢাকা। ক্রিকেটাররা ড্রেসিংরুমে বন্দী। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চতুর্থ আসরে কি তাহলে এই দৃশ্যই দেখার মিলবে। এমনিতেই নেই বিপিএল নিয়ে তেমন উত্তাপ। এরমধ্যে আবার বৃষ্টি। উত্তেজনা যা একটু নিজ নিজ দল নিয়ে আছে, তাও যেন ভেস্তে যেতে শুরু হয়েছে। শুক্রবার যেমন উদ্বোধনী ম্যাচটিই হলো না। বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস দুই দলকেই না খেলে ১ পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। উইকেট সারাক্ষণই কাভারে ঢাকা থাকল। আর দুই দলের ক্রিকেটাররাই থাকলেন ড্রেসিংরুমে বন্দী। এমন অবস্থা সোমবার পর্যন্ত দেখা মিলতে পারে। আবহাওয়া বার্তায় যে সেই আলামতই মিলছে। সোমবার পর্যন্ত বৃষ্টি থাকার সম্ভাবনাই দেখা যাচ্ছে। সান্ত¡না শুধু একটাই। টস হয়েছে। আর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চেয়ে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন সামির সান্ত¡না আরও বেশি। টস যে জিতেছেন। ক্রিকেটারদের সান্ত¡না যদি টস হয়, তাহলে বিপিএল গবর্র্নিং কাউন্সিলের সান্ত¡না উদ্বোধন করতে পারা। টস যথাসময়ে ২টায় হয়েছে। খেলা আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও হয়নি। তবে সোয়া দুইটায় বিপিএল টি২০ চতুর্থ আসরের ‘সাদা-মাটা‘ উদ্বোধন ঠিকই হয়েছে। দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর পর একদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আরেকদিকে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন সামিকে সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন টুর্নামেন্টের উদ্বোধন করেন। সেই দৃশ্যই প্রথম ম্যাচের ফ্রেমে বন্দী হয়ে থাকল। উদ্বোধনের সময়টুকুতে বৃষ্টি থামে। এরপর আবার যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো, ম্যাচের একটি বলও মাঠে গড়াল না। সকাল থেকেই বৃষ্টি পড়তে থাকে। তাতেই আঁচ করা যায়, খেলা মাঠে গড়াবে না। এরপরও সময় যেহেতু অনেক আছে, দ্বিতীয় ম্যাচ শুরু রাত সাড়ে সাতটায়, ৫ ওভার হলেও হতে পারে; এমন ধারণাই করা হয়। কিন্তু সেই ধারণারও কোন প্রতিফলন ঘটল না। প্রথম ম্যাচ দেখতে আসা হাজার খানিক দর্শক একটু পর পর নিজ দলের পক্ষে গর্জন করতে থাকলেন। একদিক থেকে ‘কুমিল্লা, কুমিল্লা’ আওয়াজ হলো, আরেকদিক থেকে ‘রাজশাহী, রাজশাহী’ গর্জন শোনা গেছে। কিন্তু সেই গর্জনেও কি আর মন ভরে। সবাইতো খেলা হোক, সেটিই দেখতে চান। তাই যখন ২ঘণ্টা পরও খেলা শুরু হয়নি, ‘ভুয়া, ভুয়া’ শব্দই শোনা যায়। কি আর করার আছে। এমনিতেই দর্শকরা বিপিএলে এবার আগ্রহী নন। তা বোঝাই যাচ্ছে। আবার টিকেট কেটে খেলা দেখতে এসে যদি সেই খেলাই না দেখা যায়, তাহলে কি আর মেজাজ কারোরই ঠিক থাকে। বিসিবি বা বিপিএল গবর্নিং কাউন্সিলেরই বা কি করার আছে। বৃষ্টির কাছেতো সবাই অসহায়। বিশেষ করে ক্রিকেটে। ফুটবল কিংবা অন্য খেলাগুলো বৃষ্টিতে হলেও ক্রিকেটে যে সম্ভব নয়। বৃষ্টি থামার কোন লক্ষণই মিলল না। ক্রিকেটাররা তাই ড্রেসিংরুমেই বন্দী হয়ে থাকলেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চতুর্থ আসরের শুরুটাও হলো নিরানন্দ!
×