ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিপক্ষ আজ বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ঢাকাকে চ্যাম্পিয়ন করার মিশন শুরু সাকিবের

প্রকাশিত: ০৬:৩৫, ৫ নভেম্বর ২০১৬

ঢাকাকে চ্যাম্পিয়ন করার মিশন শুরু সাকিবের

স্পোর্টস রিপোর্টার ॥ ‘সবাই চায় চ্যাম্পিয়ন হতে।’ শুক্রবার সকালে অনুশীলন শেষে হোটেলের পথে রওনা দেয়ার ঠিক আগ মুহূর্তে কথাগুলো বলেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। যিনি এবার ঢাকা ডায়নামাইটসের নেতৃত্ব দেবেন। বোঝাই যাচ্ছে, সাকিব এবার চ্যাম্পিয়ন হতে চান। আর আজই সাকিবের ঢাকার বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) চ্যাম্পিয়ন হওয়ার মিশন শুরু হয়ে যাচ্ছে। টুর্নামেন্টের চতুর্থ আসরে ঢাকার প্রথম ম্যাচের প্রতিপক্ষ দলটি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাত সাতটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এ ম্যাচটিতে নামার আগে পুরোদমে অনুশীলনে ব্যস্ত থেকেছেন সাকিব এ্যান্ড গং। শুক্রবার সকালে মিরপুরের একাডেমি মাঠে দেড়ঘণ্টার অনুশীলন করেছেন দলের ক্রিকেটাররা। ‘ব্যাটিং-বোলিং’ অনুশীলন সেরেছেন। এর আগে সাকিব প্রথম আসরে ২০১২ সালে খুলনার হয়ে খেলেছেন। দ্বিতীয় আসরে ২০১৩ সালে খেলেছেন ঢাকার হয়ে। তৃতীয় আসরে ২০১৫ সালে খেলেছেন রংপুরের হয়ে। এবার আবার খেলছেন ঢাকায়। তবে ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন। সেই দলটি ম্যাচ গড়াপেটার দায়ে বিপিএলে নেই। এবার খেলছেন ঢাকা ডায়নামাইটসে। বৃহস্পতিবার রাতেই দলের সব ক্রিকেটারকে নিয়ে নগরীর একটি হোটেলে ডিনারের আয়োজন করে সাকিবকে অধিনায়ক করার ঘোষণা দেন ঢাকা ডায়নামাইটসের চেয়ারম্যান শায়ান এফ রহমান। আর সাকিব জানিয়ে দেন, শিরোপা জেতার লক্ষ্যের কথাও। সাকিবকে প্রশ্ন করা হয়, নতুন টিম, নতুন চ্যালেঞ্জ নিশ্চয়ই? এবার বিপিএলে সবচেয়ে দামি (৫৫ লাখ টাকা মূল্য) ক্রিকেটার সাকিব জানান, ‘মজার হবে আশাকরি। আশাকরি বিপিএলটা ভাল হবে। পারসোন্যাল দিক থেকে টিমের আমার কাছে মনে হয় আমাদের ভাল একটা টিম আছে। মাঠে কেমন পারফর্ম করি সেটা গুরুত্বপূর্ণ। শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে যদি ভাল করতে পারি। মোমেন্টামটা ধরে রাখতে পারি, আশাকরি ভাল হবে।’ ঢাকার দলটিও এবার ভাল। গত আসরে প্রথমবারের মতো বিপিএলে অংশ নেয় ঢাকা ডায়নামাইটস। কিন্তু শিরোপা জেতার আশা পূরণ হয়নি। এবার দলটিতে দেশী ক্রিকেটারদের মধ্যে সাকিব আছেন। সহঅধিনায়ক হিসেবে রয়েছেন নাসির। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত, অলরাউন্ডার আলাউদ্দিন বাবু, পেসার মোহাম্মদ শহীদ, স্পিনার সোহরাওয়ার্দী শুভ, উইকেটরক্ষক ইরফান শুকুর, তানভির হায়দার, ব্যাটসম্যান মেহেদী মারুফ, অলরাউন্ডার সানজামুল ইসলাম রয়েছেন। বিদেশী ক্রিকেটারেও ভরপুর ঢাকা। শ্রীলঙ্কার দুই লিজেন্ড কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে আছেন। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, ইংল্যান্ডের রবি বোপারা ও দক্ষিণ আফ্রিকার ওয়েইন পার্নেল আছেন। যে অবস্থা, তাতে বোঝাই যাচ্ছে, একাদশ সাজাতেই হিমশিম খাবে ঢাকা। সাকিব তাই জানালেন, ‘একটু ডিফিকাল্ট (একাদশ সাজাতে) তো হয়ই। কোটা অনুযায়ী ৪ জন বিদেশী খেলোয়াড় খেলতে পারবে। স্বাভাবিকভাবেই আমার টিমে ৬-৭ জন বিদেশী আছে, সবাইকে তো খেলাতে পারব না। এটা আমরা টিমের ম্যানেজমেন্ট, অধিনায়ক, কোচ সবাই মিলে সিদ্ধান্ত নেব। কোনটা দলের জন্য ভাল।’ ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগব্যাশ, ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি২০, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, পাকিস্তানের পিএসএল, শ্রীলঙ্কার এসএলপিএলÑ সব টি২০ লীগেই খেলেছেন সাকিব। তবে দেশের বিপিএলকেই সবার ওপরে রাখছেন, ‘দেশের মাটিতে খেলা স্পেশাল ফিলিংস। এটা উপভোগ না করার কোন কারণ নাই। আমি খুবই উপভোগ করি। আর প্রতি বছরই নতুন নতুন চ্যালেঞ্জ আসে। সেটাতে আমার অনেক অভিজ্ঞতা হয় জাতীয় দলে ভাল করার জন্য।’ এর আগে বিপিএলের তিন আসরের মধ্যে ২০১৩ সালে শুধু ঢাকার হয়ে ফাইনাল খেলতে পেরেছেন। শিরোপা জয়ের স্বপ্নও পূরণ হয়েছে প্রথমবার ও এ পর্যন্ত শেষবার। কিন্তু অধিনায়ক হয়ে সেই স্বপ্ন এখনও অধরাই রয়ে গেছে। এমনকি খুলনার নেতৃত্ব দিয়ে প্রথম আসরে এবং রংপুরের নেতৃত্ব দিয়ে গত আসরে ফাইনালেও খেলতে পারেননি। এবার তাই সাকিবের স্বপ্ন চ্যাম্পিয়ন হওয়া। সেই মিশন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে।
×