ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৪, ৫ নভেম্বর ২০১৬

টুকরো খবর

প্রগতিশীল শিক্ষকদের ১৩ সদস্য বহিষ্কার নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৪ নবেম্বর ॥ সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য ১৩ সদস্যের সদস্যপদ বাতিল করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। সংগঠন থেকে সদস্যপদ বাতিলকৃত শিক্ষকরা হলেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুল হক (শিমুল মাহমুদ), অধ্যাপক ড. নাজমুল হক, এ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমির শরীফ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. শফিকুর রহমান (শফিক আশরাফ), ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সাজিয়া আফরিন, ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গোলাম রব্বানী, ইংরেজী বিভাগের প্রভাষক মোহসীনা আহসান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুবরণ চন্দ্র সরকার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহজামান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ, ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের প্রভাষক মোঃ আকতারুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ জুবায়ের ইবনে তাহের এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক বকুল কুমার চক্রবর্তী। সংগঠনের সদস্য সচিব ড. গাজী মাজহারুল আনোয়ার জানান, ২০১২ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকা-ে জড়িয়ে পড়ায় গঠনতন্ত্রের ধারা-৬ অনুযায়ী সংগঠনের স্টিয়ারিং কমিটি তাদের সদস্যপদ বাতিলের সুপারিশ করে এবং গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ সভায় তা অনুমোদিত হলে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৫ দিন ধরে কিশোরী নিখোঁজ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পাঁচ দিনেও খোঁজ মেলেনি মানসিক প্রতিবন্ধী কিশোরীর। নিঝু আক্তার গত সোমবার তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ নিঝু আক্তার শহরের ভিটি শিলমন্দি গ্রামের মৃত আলমগীর হোসেনের। জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় নিঝু। তারপর থেকে তাকে আর পাওয়া যায়নি। নিখোঁজ নিঝুর মানসিক রোগ রয়েছে। নিখোঁজ নিঝুর মা শিউলি বেগম বলেন, মানসিক অসুস্থতায় সোমবার সন্ধ্যায় হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সম্ভব সকল স্থানে খোঁজাখুঁজি করে নিঝুর সন্ধান মেলেনি। যদি কেউ মেয়েটিকে খুঁজে পান স্থানীয় থানায় খবর দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এএসআই রিপন বলেন, নিঝু নিখোঁজের একটি সাধারণ ডায়েরি হয়েছে। নিঝুর সন্ধানে অন্যান্য থানায়ও মেসেজ দেয়া হয়েছে। সুন্দরবনে সাত জেলে অপহৃত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের তাম্বুলবুনিয়া এলাকা থেকে শুক্রবার ভোরে মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সামছু বাহিনী। অপহৃত জেলেদের কাছে মুক্তিপণ হিসেবে জনপ্রতি ২০ হাজার টাকা করে দাবি করেছে বনদস্যুরা। অপহৃত জেলেদের পরিবার ও মহাজন সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় শুক্রবার সকালে মাছ শিকার করার সময় দস্যুরা জেলে বহরে হামলা ও লুটপাট চালায়। দস্যুরা জেলেদের ট্রলারে থাকা মাছ, জালসহ অন্যান্য মালামাল লুটে নেয়ার পাশাপাশি জনপ্রতি ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলায়। অপহৃত জেলেদের মহাজন শরণখোলার জাকির দর্জি ও জাহাঙ্গীর মেম্বর বলে জানা গেছে। ট্রাক্টর বিতরণ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৪ নবেম্বর ॥ শুক্রবার শ্রীপুরে কৃষকদের মধ্যে ট্রাক্টর বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা সদরে কৃষি অফিসের আয়োজনে ৮টি ট্রাক্টর বিতরণ করা হয়। শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ট্রাক্টর তুলে দেয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, এমপির এপিএস সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা অতিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান প্রমুখ। নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৪ নবেম্বর ॥ সদরের খুনিয়াগাছ তিস্তা নদীর চরে শুক্রবার সকাল ৭টায় কৃষক মহুবরের (৬৫) লাশ পুলিশ উদ্ধার করেছে। জানা গেছে দু’দিন আগে আদিতমারী উপজেলার মহিষখোচায় তিস্তা নদীর ঘাটে নৌকা হতে পড়ে কৃষক মহুবর রহমান নিখোঁজ হন। তার খোঁজে রংপুর ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের ডুবরি দল চেষ্টা চালায়। কিন্তু ২৪ ঘণ্টায় তার খোঁজ না পেয়ে অভিযান পরিত্যক্ত ঘোষণা করে। মন্দির দখলের চেষ্টা ॥ হোতা আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ নবেম্বর ॥ বৃহস্পতিবার রাতে মান্দা উপজেলার মৈনম বাজারে রায় পরিবারের স্থাপিত মন্দিরের প্রতিমা ও পূজার সরঞ্জাম সরিয়ে এবং মন্দিরের দেয়াল ভেঙ্গে গোটা মন্দির দখল করে নেয়ার চেষ্টা করে পার্শ্ববর্তী জামায়াত কর্মী ভূমিদস্যু গিয়াস উদ্দিন মাস্টার (৬২)। শুক্রবার সকাল ১০টার দিকে মন্দির কমিটির লোকজন টের পেয়ে থানায় খবর দেয়। জামায়াত ঘরানার গিয়াস উদ্দিন মাস্টারকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এবং স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাত থেকে মন্দিরের পেছনের দিকে একটি দরজা কেটে প্রাচীর ভেঙ্গে দেন প্রতিবেশী জামায়াত কর্মী গিয়াস উদ্দিন ও তার ভাড়াটিয়া লোকজন। প্রাচীর ভেঙ্গে দিয়ে সেখানে টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়। দখলকারী গিয়াস উদ্দিন মন্দিরের বেদিতে থাকা পাথরের শিবলিঙ্গ ও লক্ষ্মী প্রতিমা গায়েব করে দেয়। সেই সঙ্গে পূজার সরঞ্জাম সরিয়ে ভেতরে চৌকি ও বিছানা সাজিয়ে সেটির দখল নেয়ার চেষ্টা করে। স্তন ক্যান্সার সচেতনতায় সেমিনার স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব মেডিক্যাল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (আইএফএমএসএ) বাংলাদেশ, সিওমেক লোকাল কমিটির আয়োজনে শুক্রবার ‘স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার’ অনুষ্ঠিত হয়। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ডি এ হাসান চৌধুরী, রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ কামাল উদ্দিন, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আশিক আনোয়ার বাহার। মতবিনিময় সভা স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি-এনবিকেপিএসএস পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনবিকেপিএসএসর সভাপতি শাহ গোলজার হোসেন। সংগঠনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান বিপ্লব। অবৈধ ইটভাঁটি উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৪ নবেম্বর ॥ পৌর এলাকার মেলার ডাঙ্গায় শফিকুল ইসলামের এসএইচবি ইটভাঁটি শুক্রবার দুপুরে উচ্ছেদ করেছেন ইউএনও ও ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। ইউএনও জানান, লাইসেন্সবিহীন ভাটিটি অপসারণের জন্য মালিককে কয়েক দফা নোটিস দেয়া হয়। তবে কর্নপাত না করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। এর চারপাশে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বরেন্দ্র সেচ প্রকল্প । আমতলীতে উদীচীর সম্মেলন নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৪ নবেম্বর ॥ আমতলী উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অশোক মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা সংসদের সম্পাদক এ্যাড. মোতালেব মিয়া। বক্তব্য রাখেন জেলা উদীচীরসহ সভাপতি আবদুল মালেক, ভজহরি কু-ু, হারুন অর রশিদ, সুশান্ত কুমার, এ্যাড. আরিফুর রহমান, হাসিবুর রহমান প্রমুখ। সম্মেলনে অশোক মজুমদারকে সভাপতি ও এ্যাড. আরিফুর রহমানকে সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। যুবক গ্রেফতার, ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে এক যুবককে একশ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১-এর সদস্যরা। গ্রেফতারকৃতের নাম মোঃ রাজিব হোসেন (২২)। সে মৃত রুহুল আমিন, গাজীপুর সিটি কর্পোরেশনের শরিফপুর পূর্বাচল (রডমিল রোড) এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। যাত্রীবাহী বাসে ডাকাতি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে শুক্রবার সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে টাকাসহ বিভিন্ন মালামাল কেড়ে নিয়ে যাত্রীদের নামিয়ে বাস নিয়ে পালিয়ে গেছে। পুলিশ জানান, লালমনিরহাট থেকে মানিক এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে যাত্রীবেশে কয়েকজন ডাকাত সদস্য ওই বাসে ওঠে। বাসটি শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্কের সামনে পৌঁছলে ডাকাতরা অস্ত্রের মুখে বাসটি তাদের নিয়ন্ত্রণে নেয় এবং যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল কেড়ে নিতে থাকে। শিক্ষার্থীদের মাঝে পদক প্রদান নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ নবেম্বর ॥ শুক্রবার বিকেলে ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কৃতী শিক্ষার্থীদের মাঝে বেগম জেবুন্নেছা স্কলার পদক প্রদান করা হয়। ‘বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুব উল্লাহ জনকল্যাণ ট্রাস্ট’ এর আয়োজনে পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি জোবায়দা মাহবুব লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নিলুফার জাফরউল্লাহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. কাজী শহীদুল্লাহ। শিক্ষা উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আর্তমানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত ফকির মোহাম্মদ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শুক্রবার সকালে মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে কলেজ গবর্নিং বডির সভাপতি আবু সাঈদ নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব আলম। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু শাহাদাত লাভলু, কলেজ অধ্যক্ষ মীর আবদুল আহসান আজাদ, পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির প্রমুখ।
×