ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে বৃদ্ধের মৃত্যু নিয়ে ধূম্রজাল

প্রকাশিত: ০৬:৩৪, ৫ নভেম্বর ২০১৬

শরীয়তপুরে বৃদ্ধের মৃত্যু নিয়ে ধূম্রজাল

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৪ নবেম্বর ॥ সদর উপজেলার শৌলপাড়া পূর্ব সারেঙ্গা গ্রামের বৃদ্ধ কৃষক আহসান উল্লাহ ঢালীর (৬৫) মৃত্যু নিয়ে ধুম্র্রজালের সৃষ্টি হয়েছে। ইলেক্ট্রিক শক দিয়ে হত্যার অভিযোগ পরিবারের স্বজনদের। হত্যাকা-ের পর ৪ দিন ধরে নিহতের স্বজনরা থানায় ধরনা দিলেও মামলা নেয়নি পুলিশ। শুক্রবার নিহতের স্বজনরা পালং মডেল থানায় মামলা করতে গেলে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মামলা গ্রহণে রাজি হয়নি পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, শৌলপাড়া ইউনিয়নের সারেঙ্গা গ্রামের বাসিন্দা নিহত আহসান উল্লাহ ঢালী ও তার ভাই সাবেক ইউপি মেম্বার ওহাব ঢালীর সঙ্গে একই গ্রামের মৃত খলিল খানের ছেলে সিরাজ খান, মোস্তফা খান, কালাম খান ও আলমগীর খানের সঙ্গে ২০ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব। ৩১ অক্টোবর স্থানীয় ফজলু খানের বাড়ির পশ্চিম পাশে নিজের জমিতে গরু নিয়ে যান আহসান উল্লাহ। সেখান থেকে তাকে ধরে নিয়ে প্রতিপক্ষ ঘরের ভেতরে আটকে বৈদ্যুতি শক দিয়ে হত্যা করে আবার জমির ভেতর ফেলে রেখে যায় বলে অভিযোগ নিহতের পরিবারের স্বজনদের। খবর পেয়ে আহসান উল্লাহর পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহসান উল্লাহকে মৃত্যু ঘোষণা করে। মঙ্গলবার সকালে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর সদর হাসপাতাল মর্গে আহসান উল্লাহর মরদেহের ময়নাতদন্ত শেষে সারেঙ্গা গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আহসান উল্লাহ ঢালীর মেয়ে আসমা আক্তার বলেন, আমার বাবাকে যারা খুন করেছে তারা আমার একমাত্র ভাইকে হত্যা করার হুমকি দিয়ে আমাকে ভয় দেখিয়েছে। আমার বাবাকে হারিয়েছি। আবার আমার ভাইকে হারানোর ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ময়নাতদন্তকারী সদর হাসপাতালের চিকিৎসক মোঃ নওশাদ মাহমুদ এবং ডাক্তার দেবাশীষ সাহা বলেন, আমরা আহসান উল্লাহর মৃতদেহের ময়নাতদন্ত করেছি। পুলিশের সুরৎহাল রিপোর্ট অনুযায়ী তার ডান কাঁধে ও শরীরের পেছন দিকে কয়েকটি পোড়া দাগের চিহ্ন পাওয়া গেছে। এগুলোকে দেখে মনে হয়েছে বৈদ্যুতিক কোন আঘাতের চিহ্ন হতে পারে। তবে তার ভিসেরা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্ত সিরাজ ঢালী, মোস্তাফা ঢালী ও আলমগীর ঢালী পাল্টা অভিযোগ করে বলেন, আহসান উল্লাহ ঢালী ও ওহাব ঢালীর সঙ্গে আমাদের গ্রাম্য দলাদলি নিয়ে দ্বন্দ্ব ছিল। আহসান উল্লাহ অসুস্থ ছিল। সে সোমবার মাঠে গরু চরাতে গিয়ে হার্ট এ্যাটাক করে মারা যায়।
×