ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে দুই মহাসড়কে তীব্র যানজট

প্রকাশিত: ০৬:৩৩, ৫ নভেম্বর ২০১৬

রূপগঞ্জে দুই মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৪ নবেম্বর ॥ ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) দুটি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উভয় সড়কে প্রায় ১৬ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় ঘণ্টার পর ঘন্টা আটকা পড়েছে শত শত যানবাহন। ভোগান্তির শিকার হয়েছে যাত্রীসাধারণসহ বিভিন্ন মালবাহী যানবাহনের চালকরা। শুক্রবার সকাল ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি থেকে কর্ণগোপ ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কাঞ্চন থেকে মীরেরটেক পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে, পুলিশের সহযোগিতা নিয়ে প্রশাসন যানজট নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। দুপুরের পর থেকে উভয় সড়কে থেমে থেমে যানবাহন চলতে দেখা গেছে। পরিবহন চালক, যাত্রী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গোলাকান্দাইল চৌরাস্তা এলাকা দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক ক্রস করেছে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হলে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়। আবার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে যানাবাহন চলাচল স্বাভাবিক রাখতে হলে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়। দুটি সড়কেই যানবাহনের চাপ অনেক বেশি। তাই দুটি সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হয়। অভিযোগ রয়েছে, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ কাপজপত্র চেক করার নাম করে যানবাহন থেকে চাঁদা আদায় করছে। আর থামিয়ে রাখা এসব যানবাহন চালকদের সঙ্গে পুলিশের বাকবিত-াও হয়ে থাকে। ফলে থেমে থাকা যানাবাহনের কারণে যানজটের ভয়াবহতা আরো বেড়ে যাচ্ছে। এছাড়া ভুলতা ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য এখন প্রায় সময়ই ওই দুই মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, ছোট বড় সব ধরনের যানবাহন নিয়ম ভেঙ্গে চলাচলের করার কারনেও যানজট সৃষ্টি হয়ে থাকে।
×