ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ৪শ’ ৯৫ সচ্ছল ব্যক্তির কার্ড বাতিল

প্রকাশিত: ০৬:৩৩, ৫ নভেম্বর ২০১৬

দিনাজপুরে ৪শ’ ৯৫ সচ্ছল  ব্যক্তির কার্ড বাতিল

স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, ১০ টাকা কেজি দরে চালের তালিকা থেকে বাদ দেয়া হলো ৪শ’ ৯৫ সচ্ছল ব্যক্তির কার্ড। দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণের তালিকায় স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে ৪শ’ ৯৫ সচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়। অক্টোবর মাসে তারা যথারীতি ৩০ কেজি করে চাল উত্তোলন করেছেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে যাচাই-বাছাইয়ের পর এই ৪শ’ ৯৫ জনের সচ্ছলতা প্রমাণ হওয়ায় তালিকা থেকে তাদের নাম কেটে দেয়া হয়। শুক্রবার সকালে উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল মোস্তফা জানান, কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ৭ হাজার ১শ’ ৫০টি কার্ড বরাদ্দ করা হয়। তালিকা প্রণয়নের সময় সচ্ছল ব্যক্তিদের নাম অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগের প্রেক্ষিতে তালিকা বাছাই করে ৪শ’ ৯৫ সচ্ছল ব্যক্তির কার্ড বাতিল করা হয়। এর মধ্যে ডাবোর ইউনিয়নে ১শ’ ৪৭, রসুলপুরে ৮৪, মুকুন্দপুরে ৭, তাড়গাঁওয়ে ১শ’ ৬২টি, সুন্দরপুরে ৬৪টি ও রামচন্দ্রপুরে ৩১টি কার্ড বাতিল করা হয়।
×