ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলাফামারীতে খাদ্য বান্ধব কর্মসূচী

বঞ্চিত সাড়ে ২২ হাজার কার্ডধারী

প্রকাশিত: ০৬:৩২, ৫ নভেম্বর ২০১৬

বঞ্চিত সাড়ে ২২ হাজার কার্ডধারী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ খাদ্যবান্ধন কর্মসূচীর গত দুই মাসের ১০ টাকা কেজি দরের চাল হতে বঞ্চিত হয়েছে কিশোরীগঞ্জ উপজেলার সাড়ে ২২ হাজার কার্ডধারী। অভিযোগ উঠেছে, জাতীয় পার্টির সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ সাবেক বিএনপি নেতা শওকত চৌধুরীর ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির কারণে এ ঘটনা ঘটেছে। এমন অভিযোগ খোদ উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের। অভিযোগে জানা যায়, নির্দেশনা ছিল সেপ্টেম্বর মাস হতেই কার্ডধারীরা চাল পাবেন। কিন্তু শওকত চৌধুরী ডিলার নিয়োগে অর্থবাণিজ্য করায় ডিলার নিয়োগে বিলম্ব হয়। সূত্র মতে, উপজেলার ৯টি ইউনিয়নে সাড়ে ২২ হাজার কার্ডধারী। খাদ্যবান্ধন কর্মসূচীর নীতিমালা অনুযায়ী ৫০০ কার্ডধারীর বিপরীতে একজন ডিলার নিয়োগ করা হবে। সে মাফিক ওই উপজেলায় ডিলার নিয়োগ দেয়ার কথা ৪৫ জনকে। ডিলারের জন্য আবেদন করেন ১৩৯জন। খাদ্যবান্ধব কর্মসূচীর প্রধান উপদেষ্টা হিসোবে সকল ডিলার নিয়োগের দায়িত্ব হাতে নেন সংসদ সদস্য বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী ও তার প্রতিনিধি রেজাউল ইসলাম ফিলিপ। উপজেলা জাতীয় পার্টির নেতাদের অভিযোগ ডিলারপ্রতি তারা এক লাখ টাকা করে হাতিয়ে নিয়ে ডিলার নিয়োগ সম্পন্ন করেন গত ২৬ অক্টোবর। যেখানে ৪৫ জন ডিলার নিয়োগের কথা সেখানে অর্থের বিনিময়ে তারা আরও তিনজন ডিলার বেশি নিয়োগ প্রদান করেন। নেতাদের অভিযোগ, এক সময় শওকত চৌধুরী নীলফামারীর সৈয়দপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তার বিএনপিমনা রাজনীতির অনিয়ম দুর্নীতি এখনও চালিয়ে যাচ্ছেন। সূত্র মতে, অর্থের বিনিময়ে ডিলার নিয়োগে বিলম্ব ঘটনায় উপজেলায় গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের চাল হতে বঞ্চিত হলো কার্ডধারীরা। এ ব্যাপারে ডিলার নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান বলেন, আপনারা (সাংবাদিকরা) নিয়োগ কমিটির প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন। এর বেশি কিছু আমি বলতে পারব না। নিয়োগ কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সামছুল হক বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে তিনজন ডিলার অতিরিক্ত নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ কমিটির প্রধান উপদেষ্টা শওকত চৌধুরীর সঙ্গে সাংবাদিকরা মোবাইলে কথা বললে তিনি জরুরী কাজে ঢাকায় অবস্থান করছেন জানিয়ে মোবাইলের লাইন কেটে দেন। ডিমলায় দুই সম্পদশালী আটক দশ টাকা কেজির চালের কার্ড দুই সম্পদশালী ব্যক্তি নিজ নামে করে চাল উত্তোলন করার মামলায় গ্রেফতার হয়েছে। এরা হলো ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের শালমারা গ্রামের রশিদুল ইসলাম ও বনমালী রায়। এদের মধ্যে রশিদুল ইসলাম চাতাল ও চাল কলের মালিক। এ ছাড়া তার রয়েছে দুটি আধাপাকা বাড়িসহ বেশ কিছু আবাদী জমি। অপরদিকে বনমালী রায়ের রয়েছে আধাপাকা বাড়ি, মোটরসাইকেল, ব্যবসাসহ ১২ বিঘার উর্ধে আবাদী জমি। এরপরও ওই সম্পদশালী নিজ নামে কার্ড বরাদ্দ নিয়ে সুবিধা নিয়েছেন সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের চাল।
×