ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩২, ৫ নভেম্বর ২০১৬

টুকরো খবর

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নিজেদের শ্রমের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান, ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, সাংবাদিক নির্যাতন, কথিত মানহানির নামে মামলা দিয়ে হয়রানি ও বিনা কারণে যখনতখন চাকরিচ্যুতির প্রতিবাদে রাজশাহীতে আয়োজিত এক মানববন্ধনে আরইউজের নেতৃবৃন্দ এই আহ্বান জানান। শুক্রবার বেলা ১০টায় নগরীর আলুপট্টি মোড়ে বিশাল এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদ। আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তারা বলেন, সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হন সাংবাদিকরা। হাতের মুঠোয় জীবন নিয়ে তারা কাজ করেন। অথচ তাদের চাকরির কোন নিরাপত্তা নেই। কথায় কথায় তাদের চাকরিচ্যুতি করা হয়। তাই কর্মরত সকল সাংবাদিককে নিয়োগপত্র প্রদান করতে হবে। বিনা কারণে কোন নোটিস ছাড়া সাংবাদিকদের চাকরিচ্যুতি করা চলবে না। সড়কে ডাকাতি ॥ আটক ১১ নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৪ নবেম্বর ॥ ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে ডাকাতির সময় ১১ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় গ্রামবাসী। এদের মধ্যে ৮ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্রসহ ৪ রাউন্ড গুলি, দুটি চাপাতিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে। পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, শুক্রবার ভোর ৩টার দিকে ফেনী- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে কাশিমপুর এলাকায় ব্যারিকেড দিয়ে বিভিন্ন গাড়িতে ডাকাতি শুরু করে ডাকাতরা। এ সময় যাত্রীদের চিৎকারে এলাকার কয়েকজন মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে ৩ জনকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বাকিরা পালিয়ে মহাসড়কের পাশে বিক্ষিপ্তভাবে কয়েকটি বাড়িতে অবস্থান নিয়ে বাড়ির লোকদের জিম্মি করে। তবে পুলিশ ও স্থানীয়রা এলাকা ঘিরে ফেলে ৮ জনকে আটক করে। ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, আটককৃতরা পেশাদার ডাকাত, তাদের বিরুদ্ধে ফেনীসহ বিভিন্ন স্থানে মামলা রয়েছে। সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ২৫ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলার উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর গ্রামের কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে শুক্রবার সকালে বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল কাসেম গ্রুপের সঙ্গে হবিবর রহমান সরকার গ্রুপের লোকজনের মধ্যে দুই দফা সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে আবুল কাসেম, রাজ্জাক, মোশারফ, রায়হান, নান্নু সরকার, এরশাদ আলী, আমজাদ, ইরান ও ছামাদকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য রকিবুল ইসলাম হিরণ ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বিদ্যালয়ে জরিপ করার সময় হবিবর রহমান ও তার লোকজন দাবি করে তাদের জমি রয়েছে স্কুলের সীমানায়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে একপর্যায়ে সংঘর্ষ বাধে। ট্রেনে কেটে নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ধীরাশ্রমে ট্রেনে কাটা পড়ে শুক্রবার এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৫০ বছর বয়সের ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। জয়দেবপুর জংশন পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম রেল স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকায় শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথ পার হচ্ছিলেন ওই নারী। এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাপের দংশনে যুবকের মৃত্যু সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ৪ নবেম্বর ॥ বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রতনদিয়া গ্রামে শামিম মোল্যা (২৫) নামে এক যুবক সাপের কামড়ে মারা গেছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির পাশে পায়চারি করার সময় তাকে সাপে কামড় দেয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকারীর হামলায় আহত তিন নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৪ নবেম্বর ॥ দৌলতপুরে ছিনতাইকারীর হামলায় তিন পথচারী আহত হয়েছে। এ সময় ছিনতাইকারীরা পথচারীদের কাছ থেকে টাকা ও মোবাইলফোন লুট করে নিয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার বাগুয়ান-মাদাপুর সড়কে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মাদপুর গ্রামের নুরু হাজীর ছেলে সুজন, আব্দুলের ছেলে মোহন ও কাবিলের ছেলে দিপু মথুরাপুর বাজার থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ১০-১২ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তাদের গতিরোধ করে হামলা চালায়। ছিনতাইকরীরা পথচারীদের বেধড়ক মারপিট করে আহত করে তাদের কাছ থেকে ছিনতাই করে নির্বিগ্নে চলে যায়। শিশু নির্যাতনকারী আটক স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে শিশু সুবর্ণা নির্যাতনের ঘটনায় অবশেষে নির্যাতনকারী কল্পনা বেগম গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বল্লাল বাড়ি এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। পুলিশ জানায়, রাতে কল্পনা বেগম পালাতে চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে। সদর উপজেলা রামপাল ইউনিয়নের বল্লাল বাড়ির সিরাজ মাদবরের স্ত্রী কল্পনা বেগম। শিশু সুবর্ণাকে পালক নেয় কল্পনা। দীর্ঘ দুই বছর ধরে নানাভাবে নির্যাতন করছিল সুবর্ণাকে। এই নির্যাতনের কারণে মেয়েটির চেহারার বিভিন্ন স্থানে দাগ পড়ে যায়। তার শাস্তি দাবি করেছে এলাকাবাসী। নবজাতকের মৃতদেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৪ নবেম্বর ॥ শুক্রবার দুপুরে খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ সদর উপজেলার গঙ্গানগর এলাকার রাস্তা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ ধারণা করছে, অবৈধ গর্র্ভপাতের ফলে এই ছেলে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার কারণে তাকে কে বা কারা রাস্তায় ফেলে রেখে যায়। অস্ত্রসহ যুবক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় ৪টি দেশীয় অস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজসহ হাশেম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার রাত ৩টায় পেকুয়ার মগনামা ফুলতলা এলাকার আব্দুল মান্নানের পুত্র আমজাদের পোল্ট্রি খামারে র‌্যাব-৭ এ অভিযান চালায়। আটক যুবক আফজলীয়াপাড়ার ওসমান গণির পুত্র। অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৪ নবেম্বর ॥ বগুড়ার সান্তাহারের বাইপাস ও মেইন রোডের দুই পাশে থাকা তিন শতাধিক অবৈধ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে গুঁড়িয়ে দেয়ার মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার থেকে এ অভিযান শুরু করেছিল বগুড়া সওজ বিভাগ। শুক্রবার বিকেলে এ অভিযান শেষ হয়। এ অভিযানে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে দাবি করেছেন অভিযানে নেতৃত্বদানকারী বগুড়া সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম। এদিকে এ উচ্ছেদ অভিযান ঠেকাতে সওজ কর্মকর্তাদের উৎকোচ দেয়ার নামে অবৈধ দখলকারীরা নিজেদের মধ্যে মোটা অংকের চাঁদাবাজি করলেও শেষ রক্ষা হয়নি। ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৪ নবেম্বর ॥ সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে নারীবিষয়ক অনলাইন নিউজ পোর্টাল উইমেন চ্যাপ্টারের আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভিন আক্তার, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না, সুরের ধারার পরিচালক উত্তম ঘোষ, উইমেন চ্যাপ্টারের সাংবাদিক আসমা আক্তার সাথী, লায়লা আঞ্জুমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সুশীল শ্রেণীর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোক অংশগ্রহণ করেন। ২৫ রাউন্ড গুলিসহ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৪ নবেম্বর ॥ পাটগ্রামে র‌্যাবের হাতে ২৫ রাউন্ড পিস্তলের গুলি ও ৫০ ইয়াবা ট্যাবলেটসহ সুজন মিয়া (৩৭) নামে এক যুবক বৃহস্পতিবার রাতে আটক হয়েছে। জানা যায়, সুজন মিয়াকে বৃহস্পতিবার রাতে পাটগ্রামের বাউরা ইউনিয়নের নবীনগর গ্রাম থেকে রংপুর র‌্যাবের একটি দল আটক করে। আটক সুজন মিয়া একই উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের শামছুল আলমের পুত্র। পুলিশ জানায়, আটক যুবককে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে। দুই ডাকাত আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হিজলা থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মামুন চৌকিদার (৪০) ও তার সহযোগী মোশারফ সিকদারকে (৩৫) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার মাউতলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। জানা গেছে, একটি সংঘবদ্ধ ডাকাত দল মাউতলা গ্রামের মলয় মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ ডাকাত সদস্য মোশারফকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী রাত আড়াইটার দিকে নরসিংহপুর গ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান মামুন চৌকিদারকে আটক করা হয়। ফ্রি চক্ষু সেবা উদ্বোধন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ দুস্থ ও অসচ্ছল চক্ষু রোগীদের সপ্তাহব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন, আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালক ডাঃ আহমেদ তাহের আল মিম্মারী। এ সময় জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, সদর হাসপাতালের ব্যবস্থাপক ডাঃ অজয় কুমার, পিটিআই সুপার মোঃ ফয়জুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আল নুর চক্ষু হাসপাতালের পরিচালকের নেতৃত্বে ৬০ সদস্যের মেডিক্যাল টিম চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে। কবুতরের সঙ্গে শত্রুতা নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৪ নবেম্বর ॥ পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সকালে দুর্গম এলাকা রমজানপুরে ছলেমান কাজী নামের ইজিবাইক চালকের অর্ধশতাধিক কবুতর বিষ প্রয়োগ করে হত্যা করেছে প্রতিপক্ষ। এ বিষয় ক্ষতিগ্রস্ত পরিবার কালকিনি থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছে। জানা গেছে, দক্ষিণ রমজানপুর গ্রামের রাজ্জাক কাজীর ছেলে ছলেমান কাজীর সঙ্গে একই গ্রামের আরশেদ আলী হাওলাদারের ছেলে আজাহারের সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। এর জের ধরে ছলেমান কাজীর পালিত অর্ধশতাধিক কবুতর আজাহারের বাড়ির উঠানে গেলে আজাহারের দেয়া বিষ মাখানো খাবার খেয়ে একের পর এক মারা যায়।
×