ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতি মামলায় পাসপোর্ট কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩২, ৫ নভেম্বর ২০১৬

দুর্নীতি মামলায় পাসপোর্ট কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৪ নবেম্বর ॥ টাকা আত্মসাতের মামলায় ফেনীর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রেজাউল ইসলামকে রংপুর থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার বেলা ১২টার দিকে শহরের কাচারী বাজার এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। দুদক সূত্র জানায়, রেজাউল ইসলাম জনতা ব্যাংকের নীলফামারীর জলঢাকা শাখার ব্যবস্থাপক থাকাকালে তার বিরুদ্ধে দুই কোটি ১৪ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে। পরে তিনি জনতা ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে পাসপোর্ট কর্মকর্তা পদে যোগদান করে বর্তমানে ফেনী পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় চলতি বছররের ২ জুন দুদকের দিনাজপুর সমন্বিত জেলা ইউনিট নীলফামারীর আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
×