ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিপুল জাল স্ট্যাম্পসহ দম্পতি গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩১, ৫ নভেম্বর ২০১৬

বিপুল জাল স্ট্যাম্পসহ দম্পতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের এক বাড়িতে অভিযান চালিয়ে এক কোটি ৬৭ লাখ ১২ হাজার ৪শ’ টাকা মূল্যের বিভিন্ন মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যা¤প, কোর্ট ফি ও স্ট্যা¤প তৈরির যন্ত্রপাতিসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে গাজীপুরের সিআইডি পুলিশ। গ্রেফতাকৃতরা হলো- বরিশালের কোতোয়ালি থানার দক্ষিণ রূপাতলী এলাকার ইসহাক হাওলাদারের ছেলে মোঃ ফারুক হাওলাদার (৪৫) এবং ফারুকের স্ত্রী মাসুমা বেগম (৩৫)। সিআইডি ঢাকা জোনের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান শুক্রবার গাজীপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশনের মাজুখান মধ্যপাড়া এলাকার আক্কাস উদ্দিনের ভাড়া বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুর সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই দ¤পতিকে আটক করা হয়। পরে তাদের বসতঘর থেকে ১০ টাকা মূল্যমানের এক কোটি ৩০ লাখ জাল রেভিনিউ স্ট্যা¤প, ২ টাকা মূল্যমানের ৩২ হাজার টাকা মূল্যের বিশেষ আঠালো স্ট্যা¤প, ৪ টাকা মূল্যমানের ৩০ হাজার ৪০০ টাকা মূল্যের জাল কোর্ট ফি, ৫ টাকা মূল্যমানের ১২ লাখ টাকা মূল্যের জাল কোর্ট ফি স্ট্যা¤প, ২০ টাকা মূল্যমানের ১৭ লাখ ৬০ হাজার মূল্যের কোর্ট ফি জাল স্ট্যা¤প ও ৫০ টাকা মূল্যমানের ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দলিল প্রমানক জাল স্ট্যা¤পসহ স্ট্যা¤প তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
×