ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা থেকে যাচ্ছে তদন্ত টিম

প্রকাশিত: ০৬:৩১, ৫ নভেম্বর ২০১৬

ঢাকা থেকে যাচ্ছে তদন্ত টিম

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ নবেম্বর ॥ হঠাৎ করেই ডায়রিয়া রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। দূষিত পানি পানে ও খাদ্য সমস্যায় প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন এ রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশ শিশু ও মধ্যবয়স্ক নারী-পুরুষ। গত এক সপ্তাহে কিশোরগঞ্জ শহরের বত্রিশ ও বৌলাই এলাকার আনন্দ পাল, স্বপ্না রানী ভৌমিক, রহিমা, আনোয়ার হোসেন, প্রণতি রানী সাহা, সোলেমান হোসেন, নীরেন্দ্র মোদক, রাখাল মোদকসহ প্রায় অর্ধশতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবারও ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হতে আসে। তবে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার কারণে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। এদিকে এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতা সৃষ্টি করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক মাইকিং করা হয়েছে। অন্যদিকে রোগের কারণ অনুসন্ধানে শীঘ্রই ঢাকা থেকে দুইটি টিম সরেজমিন তদন্ত করতে কিশোরগঞ্জ আসছে বলে জানা গেছে। শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা বেডে জায়গা না পেয়ে হাসপাতালের বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছে। রোগীদের সাথে আসা লোকজনও গাদাগাদি পরিবেশে থেকে নিজেরাও স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন বলে অনেকে জানান। ডায়রিয়া বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ অজিত পাল জানান, রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় তাদের চিকিৎসা দিতে ডাক্তার-নার্সদের হিমশিম খেতে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূষিত পানি পানের ফলে এ রোগের প্রকোপ বেড়েছে। তবে আক্রান্তের পর চিকিৎসা নিয়ে অনেকেই ভাল হয়ে উঠছেন।
×