ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রযুক্তির ছোঁয়া বেদে বহরেও

প্রকাশিত: ০৬:৩১, ৫ নভেম্বর ২০১৬

প্রযুক্তির ছোঁয়া বেদে বহরেও

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৪ নবেম্বর ॥ যাযাবর বেদে বহরে লেগেছে তথ্য প্রযুক্তির ছোঁয়া। পাল্টে গেছে জীবনযাপনের চিত্র। বর্তমানে যাযাবর বেদে বহর অবস্থান করছে জেলা সদরের দুরারকুটি রতœাই নদীর পাড়ে। তথ্য প্রযুক্তি এই যাযাবর জীবনে রাতের অন্ধকারে এনে দিয়েছে আলো। সোলার প্যানেল বসিয়ে দেখছে টিভি। ব্যবহার করছে মোবাইল ফোন। যাযাবর বেদে পরিবার জীবন জীবিকার প্রয়োজনে প্রায় সারা বছর পরিবার পরিজন নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। এই সব যাযাবর পরিবারের মেয়েরা রাস্তা ঘাটে সাপখেলা দেখিয়ে বিনোদন বিলায়। গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ঘুরে নানা রোগের ঝাড়ফুঁক, সিঙ্গা বসায়, তাবিজ, কবজ দেয়। ছেলে সদস্যরা দিনের বেলায় বেদে বহর পাহারা দেয়। কেউ কেউ আবার বানর খেলা দেখায়। নানা গাছগাছালির ওষুধ বিক্রি করে। যাযাবর পরিবার বিশেষ ধরনের পলিথিনের তৈরি ঝুপড়ি ঘরে বসবাস করে। এসব ঝুপড়ি ঘরের উপরে অথবা নৌকা বহরে তারা এখন সোলার প্যানেল বসিয়েছে। এই সোলার প্যানেলের বিদ্যুত দিয়ে রাতে টিভি দেখে। মোবাইল ফোন চার্জ দেয়। সোলার প্যানেল দিয়ে ঝুপড়ি ঘরে ফ্যান চালায়। যখন ইচ্ছা মোবাইল ফোনের সহায়তায় স্বজনদের খবর নিতে পারছে। শুক্রবার দুরারকুটি রতœাই নদীর তীরে বেদে বহরের পরিবারের সঙ্গে কথা হয়। বহরের সর্দার রাজা আলী জানান, ঝিনাইদহ জেলার কালীগঞ্জের কাশিপুর গ্রামে তাদের স্থায়ী বাড়িঘর আছে। সেখানে স্বজনরা থাকে। জীবিকার সন্ধানে সাপ ধরতে তারা সারা বছর গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। বহরে ২৫টি পরিবার রয়েছে। পেশায় সকলে সাপুড়ে।
×