ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পত্নীতলায় রমরমা ক্লিনিক

বেহাল স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশিত: ০৬:৩০, ৫ নভেম্বর ২০১৬

বেহাল স্বাস্থ্য কমপ্লেক্স

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ নবেম্বর ॥ পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা বেহাল। অভিযোগ রয়েছে, এখানে সরকারী স্বাস্থ্য সেবা নিতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীদের কৌশলে পাঠানো হয় বিভিন্ন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে। দরিদ্র রোগীরা হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে গিয়ে এমন হয়রানির শিকার এখানে যেন নিত্যদিনের। উপজেলা জুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অধিকাংশ ক্লিনিক মালিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী হওয়ায় প্রশাসনের কোন আইনকেই তারা মূল্য দিচ্ছে না। প্রশাসন বা সিভিল সার্জন এসব অবৈধভাবে পরিচালিত ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিলেও তা বন্ধ হচ্ছে না। বহাল তবিয়তে চরছে এসবের কার্যক্রম। এতে সাধারণ দরিদ্র মানুষ স্বাস্থ্য সেবা নিতে গিয়ে চরমভাবে প্রতারিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, পতœীতলা উপজেলা সদরে গড়ে ওঠা শতাধিক পল্লী চিকিৎসকসহ প্রায় অর্ধশত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বেশির ভাগই পরিচালনা করে স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরিরত স্টাফরা। এরা সবাই রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সাধারণ রোগীদের নিয়ে প্রতিযোগিতামূলক ব্যবসা শুরু করেছে।
×