ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলকাতার চলচ্চিত্রে রোমানা স্বর্ণা

প্রকাশিত: ০৬:২৯, ৫ নভেম্বর ২০১৬

কলকাতার চলচ্চিত্রে রোমানা স্বর্ণা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সম্ভাবনাময় অভিনেত্রী রোমানা স্বর্ণা সম্প্রতি কলকাতার চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন। পরিচালক সোমনাথ চক্রবর্তীর ‘রূপকথার গল্প’ চলচ্চিত্রে তিনি রূপকথার ভূমিকায় অভিনয় করছেন। এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সান। পশ্চিমবঙ্গের বর্ধমানের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রের প্রথম লটের কাজ শেষ হয়েছে। ‘রূপকথার গল্প’ চলচ্চিত্রটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করেন রোমানা স্বর্ণা। এদিকে বাংলাদেশের মিডিয়া জগতে পরিচিত মুখ রোমানা স্বর্ণা ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন তিনি। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রের অভিনয়ে সমানতালে ব্যস্ত রয়েছেন এই সময়ের প্রতিভাময়ী অভিনেত্রী ও মডেল রোমানা স্বর্ণা। একাধিক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করে নিজের শিল্পীস্বত্বার সম্ভাবনার জানান দিয়েছেন এই অভিনেত্রী। তার অসংখ্য মৌলিক কাজ রয়েছে। যাতে তাকে সহজেই চেনা যায়। ক্যারিয়ারের শুরুতে ২০০৭ সালের শেষের দিকে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় আসেন। প্রাথমিক পর্যায়ে প্রাণ টোস্টের বিজ্ঞাপনে কাজ করেন। একই সময়ে তিনি অনিকেত আলম পরিচালিত ‘আউট অব বক্স’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার সহশিল্পী ছিলেন রিজভী। চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি না পেলেও ইউরোপে মুক্তি পায় এবং প্রশংসিত হয়। এরপর রোমানা কাজ করেন বসুন্ধরা আবাসিক প্লট এবং গ্রামীণফোন প্যাকেজের বিজ্ঞাপনে। তবে কোকোলা নুডুলসের বিজ্ঞাপনটি তাকে পরিচিতি এনে দেয়। তবে মূলত টিভি পর্দায় সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘হাড়কিপ্টে’ নাটকে অভিনয়ের মাধ্যমে রোমানা স্বর্ণা জনপ্রিয় হয়ে ওঠেন। এছাড়া শামীম জামান পরিচালিত আরটিভির ‘আলতা সুন্দরী’ নাটকটি তাকে পরিচিতি দেয়। তার অভিনীত অন্য নাটকের মধ্যে রয়েছে ‘ক্যাপসুল ৫০০ মিলিগ্রাম’, ‘টো টো কোম্পানি লিমিটেড’, ধারাবাহিক ‘গুলশান এ্যাভিনিউ’ প্রভৃতি। বর্তমানে বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে রোমানা স্বর্ণা অভিনীত ধারাবাহিক ‘মায়ার বাধন’ নাটকটি প্রচার হচ্ছে। রোমানা স্বর্ণা অভিনীত এবং তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ চলচ্চিত্রটি ২০১৫ পালে মুক্তি পায়। এর আগে অবশ্য একই পরিচালকের ‘পদ্মপাতার জল’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এরপর অনিরুদ্ধ রাসেল পরিচালিত ‘দ্বিতীয় লিঙ্গ’ নামে আরও একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া ‘দেহান্ত’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন রোমানা স্বর্ণা। এছাড়া গত ঈদে সঞ্জিব পরিচালিত ‘কলির লখাই’, আরিফ খান ও সুজিত বিশ্বাস পরিচালিত ‘হকার’ নাটকে অভিনয় করেন তিনি। মোট কথা নাটক, বিজ্ঞাপন এবং চলচ্চিত্র সব মাধ্যমেই সমানতালে কাজ করতে চান রোমানা স্বর্ণা। রোমানা স্বর্ণা তার মেধা এবং যোগ্যতা বলে তার কাক্সিক্ষত লক্ষে পৌঁছুবেন সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য শুভ কামনা।
×