ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গান নিয়ে ব্যস্ত মিনার

প্রকাশিত: ০৬:২৯, ৫ নভেম্বর ২০১৬

গান নিয়ে ব্যস্ত মিনার

স্টাফ রিপোর্টার ॥ আমাদের সঙ্গীত জগতে গান গেয়ে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন মিনার রহমান। গান করার পাশাপাশি তিনি নিয়মিত সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন। এ ছাড়া তিনি একজন সফল কার্টুনিস্ট। সম্প্রতি তার ঝুম গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরই মধ্যে নিজের কণ্ঠে ও সুরে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন মিনার রহমান। বিশেষ করে তার প্রথম একক সফল এ্যালবাম ‘ডানপিটে’। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে মিনার বলেন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বেশ কিছু সিঙ্গেলস, মিউজিক ভিডিও ও এ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছি। সাম্প্রতিক ঝুম গানটিও মানুষ অনেক পছন্দ করেছে। আসলে অনুভূতি খুব ভাল। এ্যালবামের পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। গানের পাশাপাশি অনেকেই এখন অভিনয় করছে। এ বিষয়ে মিনার বলেন আমি আসলে অনেক অফার পেয়েছি আমার অভিনয়ে আসার ইচ্ছে নেই। তবে আমি পরিচালনায় আসতে চাই। আমার পরিকল্পনা আছে মিউজিক্যাল ড্রামা তৈরি করার। কার্টুনের প্রতি ভাল লাগা তার ছোটবেলা থেকেই। তিনি আরও জানান, তার বাবা ও বোন আঁকতেন। এসব দেখে তার আঁকার প্রতি ভাললাগা বাড়তে থাকে। তিনি জানান তেরো-চৌদ্দ বছর থেকে আমি কীর্বোড শেখা শুরু করি পাশাপাশি তখন থেকেই গান লেখা ও সুর করা শুরু। তবে বাবা মা চাইত আমি ইঞ্জিনিয়ার হই কিন্তু আমার গানের প্রতি ভাল লাগাটা ছিল প্রবল। চলচ্চিত্রে প্লেব্যাক প্রসঙ্গে তিনি জানান, ভাল গান ও ভাল গল্পের চলচ্চিত্র হলে নিয়মিত প্লেব্যাক করতে চাই। ছোটবেলা থেকেই আমার গান সুর করার প্রতি একটা ভাললাগা ছিল। আমি অনেক এ্যালবামের জন্য গানের সুর করছি ও নিয়মিতভাবে করছি। আসলে আমি গান করার পাশাপাশি একজন সুরকার ও সঙ্গীত পরিচালনার কাজও করতে চাই। আমি সুর করাটা বেশ উপভোগ করি। তবে একজন সঙ্গীত শিল্পী হিসেবে সব মাধ্যমেই কাজ করতে ভাললাগে। তবে আমি বলব আমার এক মাধ্যমের চেয়ে অন্য মাধ্যমে একটু আলাদা লাগে। অডিও এ্যালবামে একটু নিজের মতো করে সময় নিয়ে করা যায়। স্টেজে দর্শকদের অনুভূতি সরাসরি বোঝা যায়। চলচ্চিত্রে কাজ করতে আমার বেশি ভাললাগে। কারণ এখানে কাজটা করতে হয় অনুভূতির ওপর। চলচ্চিত্রের গানের পাশাপাশি নাটক ও জিঙ্গেলের কাজ করছেন। এ পর্যন্ত মিনারের উল্লেখযোগ্য গানগুলো হলো ‘সাদা’, ‘জানি’, ‘বন্ধু’, ‘দূর’, ‘প্রদীপ জ্বালো’, ‘ডানপিটে’, ‘আহারে’ ‘ঝুম’ প্রভৃতি। তার প্রথম সলো এ্যালবাম ‘ডনপিটে’ বাজারে আসে ২০০৮ সালে। ‘আড়ি’ ২০১১ সালে ও ‘আহারে’ রিলিজ হয় ২০১৫ সালে।
×