ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলেপ্পোতে অবরোধ ভাঙতে বিদ্রোহীদের হামলা জোরদার

প্রকাশিত: ০৬:২০, ৫ নভেম্বর ২০১৬

আলেপ্পোতে অবরোধ ভাঙতে বিদ্রোহীদের হামলা জোরদার

পূর্ব আলেপ্পোতে সিরীয় বিদ্রোহী যোদ্ধারা সরকারী বাহিনীর অবরোধ ভাঙ্গতে তাদের হামলা জোরদার করেছে। আলেপ্পোর পশ্চিমাংশে সরকার নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের এই হামলায় বহু লোক হতাহত হয়েছে। নিরাপদের আলেপ্পো ত্যাগ করতে রাশিয়ার ভাষায় বিদ্রোহীদের জন্য সর্বশেষ সুযোগ ঘোষণার আগেই বিদ্রোহীরা তাদের হামলা জোরদার করল। সিরিয়া সরকারের প্রধান মিত্র রাশিয়া বলেছে, বিদ্রোহীরা তাদের অস্ত্রসহ আলেপ্পো ত্যাগ করতে পারবে। শুক্রবার এই ১০ ঘণ্টার সুযোগ শেষ হওয়ার কথা। কিন্তু বিদ্রোহীরা রাশিয়ায় ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, তারা আত্মসমর্পণ করবে না এবং অবরোধ ভাঙ্গতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। খবর বিবিসির। সম্প্রতি অস্ত্রবিরতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর রাশিয়া সিরিয়ায় যুদ্ধবিমানসমূহ আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় পুনরায় বোমাবর্ষণ শুরু করবে। আলেপ্পোর পূর্বাংশে প্রায় আড়াই লাখ মানুষ আটকা পড়ে আছে। তারা রুশ ও সিরীয় বিমানের বোমাবর্ষণ ছাড়াও তীব্র খাদ্য ঘাটতি জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এবং চিকিৎসা সামগ্রীর অভাবের সম্মুখীন হচ্ছে। সিরীয় সরকারী বাহিনী গত জুলাই থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা অবরোধা করে রেখেছে। রাষ্ট্র মালিকানাধীন সংবাদ মাধ্যম বৃহস্পতিবার জানায়, খবর নিয়ন্ত্রিত পশ্চিমা আলোপ্পোতে রকেট হামলা, বন্দুকের গুলি এবং গাড়িবোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। তারা জানায়, পূর্ব আলোপ্পোতে বিদ্রোহীদের ওপর হামলায় কমপক্ষে ২শ’ লোক আহত হয়েছে। পশ্চিম আলেপ্পোতে বিবিসির ওয়েব বেনেট জোন্স জানায়, বিদ্রোহী ও সরকারপন্থী বাহিনী উভয়পক্ষের মর্টার হামলা বৃহস্পতিবার দিনব্যাপী আলেপ্পোর আকাশে দেখা গেছে। এর ফলে নগরীর পশ্চিম ও পূর্বাংশের বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবার বিদ্রোহীরা আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠের কয়েকটি এলাকায় হামলা চালায়। সিরিয়ার, সামরিক বাহিনী জানায়, হোমাস প্রদেশে পলিমিরার ১৮৫ মাইল উত্তরে একটি রুশ হেলিকপ্টার মর্টারের গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কপ্টারটি ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে। সামরিক বাহিনী জানায়, ত্রাণ সরবরাহ শেষে রুশ কপ্টারটি উড়ে নিরাপদে ঘাঁটিতে ফিরতে পারেনি। তথাকথিত ইসলামিক স্টেট এই হামলার পেছনে থাকতে পারে। জঙ্গী গ্রুপটি হোমস প্রদেশে একটি রুশ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। এ সময় কপ্টারটির ক্রু নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বিদ্রোহীদের জিনিসপত্রসহ চলে যাওয়ার জন্য বুধবার আলেপ্পোতে একতরফা অস্ত্র বিরতি ঘোষণা করেন। মস্কো বলেছে, প্রেসিডেন্ট অহেতুক রক্তপাত এড়াতে চান। তবে রাশিয়া ও সিরিয়া বলেছে, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তারা আলেপ্পোর পূর্বাংশে বোমা হামলা করেনি।
×