ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনী ভীতি সৃষ্টি করছে ট্রাম্প ক্যাম্পেন

প্রকাশিত: ০৬:২০, ৫ নভেম্বর ২০১৬

নির্বাচনী ভীতি সৃষ্টি  করছে ট্রাম্প  ক্যাম্পেন

নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রে ভয় বাড়ছে। ভোটের আর মোটে পাঁচদিন বাকি। ঠিক এমন সময় সত্যিই ভয় পাওয়ার মতো কিছু ঘটনা ঘটছে। যার একটা সুদূরপ্রসারী প্রভাব ভবিষ্যত রাজনীতিতে পড়বে। যুক্তরাষ্ট্রকে যে গণতন্ত্রের শিক্ষালয় বলা হতো সেখানেই এখন এমন কিছু ঘটতে যাচ্ছে, যা বিশ্বের খারাপ গণতন্ত্রের উদাহরণ এমন দেশগুলোতেও ঘটেনি। খবর ওয়েবসাইটের। ওয়াশিংটন পোস্টের পল ওয়াল্ডম্যান তার একটি লেখায় বলেছেন, নির্বাচনকে ঘিরে যে শঙ্কার সংস্কৃতি তৈরি হয়েছে অদূর ভবিষ্যতে তার জন্য ভুগবে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আজ যে রিপাবলিকান দল তার নেতাকর্মীরা যেভাবে গণতন্ত্রকে আঘাত করে চলেছেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে তাদের টার্গেট স্রেফ হিলারি ক্লিনটন, কিন্তু বস্তুত তাদের সকল কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্র ও এর গণতান্ত্রিক প্রক্রিয়া। ক্যাম্পেন মওসুমে এবার যা কিছু দেখা যাচ্ছে তা অতীতে আর কখনই দেখা যায়নি। আর তা কারও জন্যই সুখকর কিছু নয়। এ বছরের নির্বাচনটি এমন এক চেহারা সবার সামনে নিয়ে এলো যা কারও কাম্য নয়, আর ধারণারও অতীত। সাম্প্রতিক কিছু বিষয় তুলে ধরে পল ওয়াল্ডম্যান লিখেছেন, এফবিআই যে ঘটনাটি ঘটাল, তাতে নিউইয়র্কের কতিপয় এজেন্ট জড়িত এবং তা হিলারির জনপ্রিয়তায় ধস নামানোরা উদ্দেশেই করা হয়েছে। ক্যাম্পেনের শেষভাগে এসে এমন একটি কাজ স্রেফ উদ্দেশ্যপ্রণোদিত। আর তা রিপাবলিকানদের উস্কানিতেই ঘটেছে। এখানে এফবিআই পরিচালক জেমস কোমেকে তারা নির্বাচনের ক্যাম্পেন টুল হিসেবে ব্যবহার করেছেন। আর তাদের এই তদন্তের ভিত্তি ছিল হিলারিবিরোধী একটি বই।
×