ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তরকারির ঘ্রাণ বাড়াতে

প্রকাশিত: ০৬:১৮, ৫ নভেম্বর ২০১৬

তরকারির ঘ্রাণ বাড়াতে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের পামপোর নামক জায়গার একটি খামার থেকে জাফরানের ফুল সংগ্রহ করছে এক কৃষক। বিশ্বের যে কয়টি দেশে এই জাফরান জন্মে তার মধ্যে কাশ্মীর অন্যতম। জাফরান বিশ্বে অত্যন্ত দামী মসলা হিসেবে পরিচিত। তরকারির ঘ্রাণ ও রংয়ের জন্য এই জাফরান ব্যবহার করা হয়। ছবিটি বৃহস্পতিবার তোলা। -এএফপি
×