ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হকের ইন্তেকাল

প্রকাশিত: ০৬:১৮, ৫ নভেম্বর ২০১৬

সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হকের ইন্তেকাল

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৪ নবেম্বর ॥ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া আর নেই। তিনি শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। তিনি রামগঞ্জ উপজেলার বাদুর ইউনিয়নের কেথুড়ী গ্রামের মরহুম জিতু মিয়ার ছোট ছেলে। ১৯৫৩ সালে তিনি ওই গ্রামে জন্মগ্রহণ করেন। লক্ষ্মীপুর-১ আসন রামগঞ্জ থেকে বিএনপির ব্যানারে ১৯৮৬, ২০০১ এবং ২০০৮ সালে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে তিনি জাসদ রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগদান করেন। ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি এলাকায় বিভাগীয় কর্মকা-ের বাইরে অনেক সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এদিকে তার মৃত্যুর খবর রামগঞ্জ উপজেলাব্যাপী ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার লাশ শনিবার দুপুরে বাংলাদেশে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ২০১৩ সালে তিনি বিএনপি থেকে অলিখিতভাবে বহিষ্কার হন। পরবর্তী সময়ে এ অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে বিভিন্ন সভায় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার সমালোচনা করেন। এর আগে তিনি রূপালী ব্যাংকে চাকরি করেন। ওই সময় তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের মহাসচিবের দায়িত্ব পালন করেন। চাকরি শেষে সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি সর্বশেষ বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রণহণ করেন। জেলা বিএনপি সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
×