ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে প্রতিমা ভাংচুর, বাড়িঘর লুটের প্রতিবাদ

সারাদেশে মানববন্ধন বিক্ষোভ ॥ দোষীদের শাস্তি দাবি

প্রকাশিত: ০৬:১৭, ৫ নভেম্বর ২০১৬

সারাদেশে মানববন্ধন বিক্ষোভ ॥  দোষীদের শাস্তি দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও প্রতিমা ভাংচুর এবং হিন্দুদের বাড়িঘরে লুটতরাজের প্রতিবাদে সারাদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা এ ঘটনায় দায়ীদের শনাক্ত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং তার পদত্যাগ দাবি করেন। বক্তারা অভিযোগ করেন, অতীতে এ ধরনের ঘটনায় জড়িতদের শাস্তি না হওয়ায় বারবার সংখ্যালঘু নির্যাতন এবং তাদের বাড়িঘর, মন্দির ভাংচুর করা হচ্ছে। তারা আইন প্রয়োগকারী সংস্থার কঠোর সমালোচনা করে বলেন, তাদের নীরবতাই তাদের ব্যর্থতার প্রমাণ। প্রশাসনের ব্যর্থতার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন তারা। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বগুড়া ॥ বগুড়ার সাতমাথায় শুক্রবার সকালে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতি দিলীপ দে’র সভাপতিত্বে বক্তারা নাসিরনগরের ঘটনাকে অমানবিক বর্বরোচিত ও কাপুরুষোচিত ধ্বংসযজ্ঞ হিসেবে উল্লেখ করেন। তারা দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সভায় বক্তব্য রাখেনÑ পরিষদের সাধারণ সম্পাদক সাগর রায়, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, অমৃত লাল সাহা, পরিমল কুমার দাস, কবিরাজ তরুণ চক্রবর্তী, শুভাশীষ পোদ্দার লিটন, চঞ্চল মোহন রায়, ডাঃ অসীম সাহা, নিমাই ঘোষ, সংগ্রাম কু-ু, কাজল সরকার, রঞ্জিত কুমার চৌধুরী, ডাঃ চন্দ্র শেখর রায়, চিন্ময় মজুমদার, কমল দত্ত, বিলাসী রানী সরকার প্রমুখ। মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে শুক্রবার জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ মানববন্ধন করে। এতে অংশ নেনÑ পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট অজয় চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমর ঘোষ, নবীন কুমার রায়, লক্ষণ ম-ল প্রমুখ। মানববন্ধনে অজয় চক্রবর্তী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা এবং সংখ্যালঘুদের নির্যাতনকারীরা দেশের সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চালাচ্ছে। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বাগেরহাট ॥ শুক্রবার বাগেরহাট শহরের সাধনার মোড়ে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিব প্রসাদ ঘোষের সভাপতিত্বে এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তব্য দেনÑ মিলন ব্যানার্জী, অমিত রায়, অবনীশ চক্রবর্তী সোনা, মীর ফজলে সাঈদ ডাবলু, কাজী মুকিত ঝন্টু, এ্যাডভোকেট রামকৃষ্ণ বসু, শরীফা হেমায়েত, মীর্জা আলী হাসান খোকন, নিমাই সেন, সুমনা রায়, উদয় শঙ্কর গাঙ্গুলী, বাবুল সরদার প্রমুখ। বক্তারা মিথ্যা প্রচার চালিয়ে পরিকল্পিত বর্বর ওই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা মন্ত্রী ছায়েদুল হকের বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং তার পদত্যাগ দাবি করেন। সাতক্ষীরা ॥ শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাধুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেনÑ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সভাপতিম-লীর সদস্য গোষ্ঠবিহারী ম-ল, যুগ্মসম্পাদক নিত্যনন্দ আমিন, পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিবপদ গাইন, উন্নয়নকর্মী মাধব দত্ত প্রমুখ। বক্তারা এ সময় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে সাম্প্রদায়িক সহিংসতার তীব্র নিন্দা জানান। ঠাকুরগাঁও ॥ শুক্রবার পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সকালে চৌরাস্তা মোড়ে মানববন্ধন করে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। এছাড়া জেলা বৈদ্যিক আর্য সমাজ ও জাগো হিন্দু পরিষদ মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেনÑ ইন্দ্রনাথ রায়, অরুণাংশ দত্ত টিটো, তপন কুমার ঘোষ প্রমুখ। বক্তারা আইন প্রয়োগকারী সংস্থার কঠোর সমালোচনা করে বলেন, তাদের ব্যর্থতা প্রমাণ করছে তারা জেনে বুঝে নীরব থাকছেন। তারা নাসিরনগরের নারকীয় ঘটনায় ব্যর্থ প্রশাসনের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। চুয়াডাঙ্গা ॥ শুক্রবার বেলা ১১টায় শহীদ হাসান চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। এতে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত সিংহ রায়, যুগ্মসম্পাদক কিশোর কু-ু, উজ্জল অধিকারী, কিশোর আগরওয়াল, মনোরঞ্জন বিশ্বাস, ললিত দাস, নিমাই রায় ও যাদব কুমার। ভোলা ॥ শুক্রবার দুপুরে ভোলা সদর রোডে জেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ পরিষদের সাধারণ সম্পাদক গৌরঙ্গ দে, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্মআহ্বায়ক ধ্রুব হালদার, শান্ত ঘোষ, রাজন সাহা, লক্ষণ দাস প্রমুখ। বক্তারা ব্রাক্ষণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নীলফামারী ॥ শুক্রবার বেলা ১১টার চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ। এতে সভাপতি গোড়াচাঁদ অধিকারীর সভাপতিত্বে বক্তৃতা দেনÑ সাধারণ সম্পাদক খোকারাম রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক রামেন্দ্র বর্ধন বাপ্পী, যুগ্মসম্পাদক মৃণাল কান্তি রায়, রামকৃষ্ণ মিশনের জেলা সভাপতি নরেশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা বঙ্কু বিহারী রায় প্রমুখ। বক্তারা জড়িতদের গ্রেফতার দাবি জানিয়ে বলেন, অতীতের ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে। জয়পুরহাট ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুরের ঘটনায় প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক হিন্দু সম্প্রদায়কে ‘মালাউন’ হিসেবে গালি দেয়ায় পাঁচবিবি পৌর মেয়র ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তার পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, অসাম্প্রদায়িক আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করবে এমন মন্ত্রীর আওয়ামী লীগে না থাকাই উচিত। বিভিন্ন স্থানে মন্দির ভাংচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পাঁচবিবিতে শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পাঁচবিবি বারোয়ারি মন্দির চত্বরে অধ্যাপক সুনীল কুমার সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ ম-ল, ঐক্য পরিষদ জেলা সেক্রেটারি রতন কুমার খাঁ, আমিনুল হক বাবুল, কৃষক লীগের জেলা সভাপতি ফিরোজা চৌধুরী, সুভাষ দাস, বিপ্লব সরকার, অধ্যাপক সুদর্শন সরকার, বিপ্লব চৌধুরী প্রমুখ। সিরাজগঞ্জ ॥ শুক্রবার সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে মহাপ্রভুর আখড়া মন্দিরের সামনে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সিরাজগঞ্জ-কামারখন্দ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিমল কুমার দাস, জেলা জাসদ সভাপতি আব্দুল হাই তালুকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সন্তোস কুমার কানু, সঞ্জয় সাহা, রঞ্জন কুমার, দিলীপ গৌড়, আসাদ উদ্দিন পবলু প্রমুখ। এদিকে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মণিরামপুর বাজারের কালিমাতা মন্দির সংলগ্ন প্রধান সড়কে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বাসদ নেতা আনোয়ার হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, প্রেসক্লাব সভাপতি বিমল কুমার কু-ু ও সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, বাসদ নেতা কবীর আজমল বিপুল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন ছাড়াও বিপ্লব সরকার, ফারুক সরকার, সাগর বসাক, শামছুর রহমান শিশির প্রমুখ। বক্তারা নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়িঘর ভাংচুর, লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বরগুনা ॥ শুক্রবার সকাল সোয়া দশটায় বরগুনা প্রেসক্লাব চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ মানববন্ধন ও সমাবেশ করে। পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ কমিউনিটি পুলিশিং বরগুনা সদরের সভাপতি সঞ্জীব দাস, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ কর্মকার, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গৌরাঙ্গ শিকদার শিবু, সাধারণ সম্পাদক মিলন দাস, আখড়াবাড়ি মন্দির কমিটির সভাপতি সন্তোষ কর্মকার প্রমুখ। বক্তারা নাসিরনগরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ দাবি করেন। লক্ষ্মীপুর ॥ শুক্রবার পৌরসভা প্রাঙ্গণে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা হিন্দু মহাজোট। এতে বক্তব্য রাখেনÑ জেলা জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক সুদীপ কুমার পাল চন্দন, সদস্য সচিব অধ্যাপক কার্তিক সেনগুপ্ত, জেলা বিএমএ সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন প্রমুখ। এ সময় বক্তারা সারাদেশে হিন্দুদের ওপর চলমান সহিংসতা রোধের দাবি জানান। পটিয়া ॥ শুক্রবার বিকেল চারটায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া থানার মোড়ে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ। পরিষদের সভাপতি ডাঃ দিলীপ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে এতে বক্তব্য রাখেনÑ কমিউনিস্ট পার্টির পটিয়ার সভাপতি পুলক দাশ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দে, প্রভাষক অভিজিত বড়ুয়া মানু, অসিম মল্লিক, পটিয়া রামকৃষ্ণ মিশনের সভাপতি জয় ধর প্রমুখ। নওগাঁ ॥ শুক্রবার বেলা ১১টায় শহরের ব্রিজের মোড়ে জেলা পূজা উদযাপন পরিষদ মানববন্ধন করেছে। পরিষদের সহসভাপতি পীযূষ সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেনÑ বিশ্বজিৎ সরকার মনি, বিভাস মজুমদার গোপাল, পীযূষ কান্তি সরকার, প্রতাপ কুমার সরকার, সুজিত কুমার সাহা, অসিত বরণ সাহা নৃপেন, ব্রজেন্দ্র নাথ সাহা প্রমুখ। নেত্রকোনা ॥ শুক্রবার জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ ও মানববন্ধন করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১০টা থেকে দু’ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে বক্তব্য রাখেনÑ সাবেক মেয়র প্রশান্ত রায়, পিপি জিএম খান পাঠান বিমল, নির্মল দাস, মঙ্গল সাহা, সমীর ভদ্র রানা, সুব্রত সরকার, সাবেক ভিপি দেবশঙ্কর রায় দেবু, পল্লব চন্দ, দেবাশীষ সরকার শ্যামল প্রমুখ। নড়াইল ॥ শুক্রবার বেলা ১১টায় হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ নড়াইল সদর উপজেলা শাখা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেনÑ জেলা পূজা উদযাপন পরিষদের নেতা রবীন্দ্রনাথ বিশ্বাস, বাবুল সাহা, নিখিল সরকার, নারীনেত্রী আঞ্জুমানআরা বেগম, অধ্যাপক মলয় নন্দী প্রমুখ। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের গ্রেফতার দাবি করেন। দিনাজপুর ॥ শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর শিল্পকলা একাডেমির সামনের সড়কে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তারা ন্যক্কারজনক ও অমানবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, বিধান চক্রবর্তী বাসু, প্রেমনাথ রায়, স্বরূপ বকসী বাচ্চু, রতন সিং, ছবি সিনহা, উত্তম রায়, বিভাষ বিশ্বাস, বিজয় কৃষ্ণ কু-ু, গৌরাঙ্গ রায় এবং অরুণ সরকার বক্তব্য রাখেন। মাগুরা ॥ শুক্রবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ। এতে বক্তব্য রাখেনÑ আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ নেতা পবিত্র ঘোষ প্রমুখ। তারা অবিলম্বে মন্দির ও বাড়িঘরে হামলা ও ভাংচুরকারী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী দোষীদের শাস্তির দাবি জানান। মাদারীপুর ॥ শুক্রবার বেলা সাড়ে ১০টায় মাদারীপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদ। এতে বক্তব্য রাখেনÑ অরবিন্দ চক্রবর্তী, শ্যামল কুমার দে, অধ্যাপক প্রাণতোষ ম-ল, তপন সরকার, রতন দাস, অনিল বিশ্বাস, বিমল বাড়ৈ, বিদ্যুত কান্তি বাড়ৈ, উত্তম পোদ্দার, দীপক আচার্য প্রমুখ। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ফেনী ॥ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদ জয়কালী মন্দিরের সামনে সমবেত হয়ে বেলা ১১টায় শহরে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। হিন্দু বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রিয়রঞ্জন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হীরালাল চক্রবর্তী, বিমল শীল, সমির চন্দ্রকর, রাজীব খগেশ দত্ত, সুশেন চন্দ্র শীল, লিটন সাহা, গণেশ ভৌমিক প্রমুখ। ঝিনাইদহ ॥ শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ। ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে বক্তব্য রাখেনÑ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক সুবীর সমার্দ্দার, সমীর কু-ু, বিনয় কৃষ্ণ বিশ্বাস প্রমুখ।
×