ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুটকেস স্কুটার

প্রকাশিত: ০৬:০৭, ৫ নভেম্বর ২০১৬

সুটকেস স্কুটার

রোজই অফিসে পৌঁছে একই সমস্যা। পার্ক করার জায়গা পাওয়াই মুশকিল। একটু লেট হলে তো আর কথাই নেই। বার দশেক এদিক-ওদিক জায়গা খুঁজে শেষ পর্যন্ত অন্যের গাড়ির গা ঘেঁষে, কোনমতে পাশকাটিয়ে, দু-একবার ঠোকাঠুকি করে অবশেষে পার্ক করতে হয় নিজের গাড়ি। বের হওয়ার সময় ফের একই সমস্যা। কিন্তু কেমন হয় যদি অফিসের ডেক্সের পাশেই রাখা থাকে আপনার বাহনটি! অথবা যদি শপিংমলে স্কুটার হাতে নিয়ে দিব্যি ঘোরা যায়? এক দিকে পার্কিংয়ের টেনশনও থাকে না, আবার চুরির ভয়ও নেই। কারণ এবার সহজেই একটা চাকা লাগানো সুটকেস হয়ে যাবে আপনার প্রিয় যান। অর্থাৎ ট্রলি বা সুটকেসের মতো তাকে নিয়েও যেতে পারবেন যেখানে খুশি। যুক্তরাষ্ট্রের এক কোম্পানি এই সুটকেস স্কুটার বাজারে ছাড়বে। ডেইলি হুভার অবলম্বনে।
×