ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে মন্দির ভাংচুর, আগুন ॥ ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিত: ০৬:০৬, ৫ নভেম্বর ২০১৬

ঠাকুরগাঁওয়ে মন্দির ভাংচুর, আগুন ॥ ইউপি চেয়ারম্যান আটক

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ নবেম্বর ॥ সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতি গ্রামের কালীমন্দিরে প্রতিমা ভাংচুর ও দুর্গামন্দিরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় নারগুন ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা পয়গাম আলীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মশিউর রহমান। এলাকাবাসী ও পুলিশ জানায়, পোকাতি গ্রামের দুর্গামন্দিরে বৃহস্পতিবার রাতে হিন্দু সস্প্রদায়ের কীর্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার ভোরে স্থানীয়রা দেখতে পায় মন্দিরের ভেতর থেকে প্রতিমা টেনে নিয়ে অগ্নিসংযোগ করেছে কে বা কারা। এ সময় দুর্বৃত্তরা মন্দিরের ভেতরের বেশকিছু ধর্মীয় বইপুস্তক পুড়িয়ে দেয়। এছাড়া দুর্বৃত্তরা পার্শ্ববর্তী কালীমন্দিরের কালীমূর্তিও ভাংচুর করেছে। স্থানীয় লোকজন সকালে ঠাকুরগাঁও সদর থানায় খবর দিলে পুলিশ সুপার ফারহাত আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকার হিন্দু সস্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও শান্তিপূর্ণ জেলা বলে পরিচিত। এ ঘটনার সঙ্গে জড়িতদের পুলিশ দ্রুত আইনের আওয়াত আনতে ব্যর্থ হলে শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ সুপার ফারহাত আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই এলাকার লোকজনের কাছে সহযোগিতা চেয়ে বক্তব্য প্রদান করেন। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের নাম পুলিশকে গোপনে জানানোর জন্য অনুরোধ করেন।
×