ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে শিশু গৃহকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৬:০৬, ৫ নভেম্বর ২০১৬

রংপুরে শিশু গৃহকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৪ নবেম্বর ॥ ছকিনা খাতুন (৯) নামে এক শিশু গৃহকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির গৃহকর্ত্রী জাহানারা বেগমকে (৪২) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের শালবন ইন্দ্রামোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু কাউনিয়া উপজেলার চর চতুরা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। নিহতের দাদা মোকাদ্দেস আলী জানান, গত রমজান মাসে ছকিনাকে গৃহকর্মী হিসেবে মানিক ও জাহানারা দম্পতি তাদের বাড়িতে নিয়ে যায়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ছকিনার লাশ নিয়ে গ্রামের বাড়িতে রেখে আসে জাহানারা এবং তাদের জানান সন্ধ্যার পর ছকিনা হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছকিনাকে মৃত ঘোষণা করেছে। ওই দম্পতির কথায় ছকিনার স্বজনদের সন্দেহ হলে তারা স্থানীয় হারাগাছ ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে হারাগাছ ফাঁড়ির পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানায়। পরে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালে ভর্তি এবং ছকিনার মৃত্যুর কাগজপত্র দেখতে চায়, তা দেখাতে না পারলে রাত ১টার দিকে ইন্দ্রামোড় এলাকা থেকে জাহানারাকে আটক করা হয়। মোকাদ্দেস আলী দাবি করেন তার নাতনী ছকিনার গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×