ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলো ছড়ানো ব্যাঙ

প্রকাশিত: ০৬:০২, ৫ নভেম্বর ২০১৬

আলো ছড়ানো ব্যাঙ

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে একটি অতিবিরল ব্যাঙের খোঁজ মিলেছে। ব্যাঙটির প্রধান বৈশিষ্ট্য হলো এটির কটিসন্ধির কমলা অংশ থেকে আলো বের হয়। ব্যাঙটির আকার আমাদের হাতের আঙ্গুলের ডগার সমান। নিউক্যাসল বিমানবন্দরের ১৬০ কিলোমিটার দূরের এক জলাভূমিতে ব্যাঙটির খোঁজ পাওয়া যায়। পরে গবেষকরা বিশ্বের বিখ্যাত ব্যাঙ বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল ম্যানয়ের নামের সঙ্গে মিলিয়ে এই ক্ষুদ্র প্রাণিটির নামকরণ করেন। অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের গবেষক সিমন ক্লুলো গত কয়েক বছর আগে এ ব্যাঙটির সন্ধান পান। তবে গবেষণার জন্য এতদিন গণমাধ্যমের সামনে বিষয়টি প্রকাশ করেনি নিউক্যাসল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘জুটাক্সায়’ গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রথম নিবন্ধ প্রকাশিত হয়। গবেষক সিমন ক্লুলো বলেন, শিকারিকে দেখলে এ ব্যাঙটি আত্মগোপনে চলে যেতে পারে। এটা একটানা দীর্ঘ সময় নিজেকে আড়াল করে রাখতে পারে। তবে ভাগ্যক্রমে ব্যাঙটি আমার চোখে পড়ে। তিনি বলেন, ব্যাঙটির পেটের রং সাদা ও কালোর মিশ্রণ। আর এটির হলুদ রংয়ের কটিসন্ধির কারণে আমরা এটিকে অতিরিবল প্রজাতি বলছি। কারণ ব্যাঙটি যখন লাফ দেয় তখন এটির পা বেরিয়ে আসে। এ সময় এটির কটিসন্ধির হলুদ অংশ দিয়ে উজ্জ্বল আলো বের হয়। -বিবিসি অবলম্বনে।
×