ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিয়া রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ রোপণ করেছিলেন ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:০১, ৫ নভেম্বর ২০১৬

জিয়া রাজনীতিতে  সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ রোপণ করেছিলেন ॥ তথ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৪ নবেম্বর ॥ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, চার জাতীয় নেতা ও বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নতুনভাবে রোপণ করেছিলেন জেনারেল জিয়া। সেই বিষবৃক্ষটি বিএনপি নামক দল। শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জেলা জাসদের বৈঠকে যোগ দেবার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাত্তরের খুনী, ৭৫’র খুনী ও জাতীয় চার নেতার খুনীর রক্ষক এবং পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত খুনী। জঙ্গীবাদ রক্ষা ও রাজাকার পোষার রাজনীতি অব্যাহত রেখেছেন। ৩ নবেম্বর কারাগারের ভেতর নির্মমভাবে জাতীয় চার নেতা হত্যাকা- নিয়ে দলমত নির্বিশেষে সবাই এর নিন্দা জানিয়েছেন। জাতীয় চার নেতাকে সম্মান জানিয়েছেন। কেবল বেগম খালেদা জিয়া এবং বিএনপি এই হত্যাকা-ের নিন্দা জানায়নি বা বিবৃতি দেয়নি। তথ্যমন্ত্রী আরও বলেন, এটা গণতন্ত্রের জন্য দুঃখজনক ও রাজনীতির জন্য মর্মান্তিক একটি ঘটনা। যারা খুনী, জঙ্গী রক্ষা ও রাজাকার পোষার রাজনীতি করছেন তারা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এর থেকে কিভাবে বাংলাদেশ বের হবে সেটিই এখন জাতীয় প্রশ্ন। তাই দেশবাসীকে বলব, খালেদা জিয়ার ব্যাপারে সতর্ক হোন, এই রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য উপযুক্ত নয়।
×