ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শুরুতেই বৃষ্টির বাধা

প্রকাশিত: ০৬:০০, ৫ নভেম্বর ২০১৬

শুরুতেই বৃষ্টির বাধা

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টি নিয়ে যে শঙ্কা ছিল, তাই ঘটল। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) শুরুতেই বৃষ্টির বাধায় পড়ে গেল। আর সেই বাধায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচটি হলোই না। শুধু টস হলো। একটি বলও মাঠে গড়াল না। ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। আর তাতে করে কোন দলই হারল না। ১ পয়েন্ট করে পেল। শুক্রবার রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের ম্যাচের অবস্থাও একই। বৃষ্টির বাধায় পড়েছে। আজ টুর্নামেন্টের চতুর্থ আসরের দ্বিতীয়দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় মুশফিকুর রহীমের বরিশাল বুলস ও তামিম ইকবালের চিটাগং ভাইকিংস মুখোমুখি হবে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিক ও সহঅধিনায়ক তামিমের মধ্যকার লড়াই হবে। একইদিন রাত সাতটায় মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ দলের নির্ধারিত ওভারের অধিনায়ক মাশরাফি ও সহঅধিনায়ক সাকিবের মধ্যে লড়াই হবে। দুর্দান্ত একটি দিনের দেখাই মিলবে। টেস্ট এবং ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক ও সহঅধিনায়কের মধ্যে লড়াই হবে। তবে এই লড়াইও ঠিকমত হয় কিনা, তা নিয়েও আছে শঙ্কা। বৃষ্টি যদি আজও হয়, সেই আলামত আছে। নিম্নচাপ চলছে। তা আরও তিনদিন থাকবে বলেই ধারণা করা হচ্ছে। তা হলেতো বৃষ্টিই বিপিএলের শুরুটা নিরুত্তাপ করে দেবে। এমনিতেও বিপিএল নিয়ে বিশেষ উত্তেজনা নেই। কোন উত্তাপও ছড়াচ্ছে না। কয়েকদিন আগেই যে শেষ হলো বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। সিরিজটি শেষ হওয়ার কথা ছিল বুধবার। তা হলেতো বিপিএল শুরু হতে হাতে মাত্র একদিন সময় থাকত। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টটি দুইদিন আগে শেষ হওয়ায় যা একটু সময় পাওয়া গেছে। এজন্যতো এবার উদ্বোধনী অনুষ্ঠানও জমকালো করা গেল না। শুক্রবার বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার আগে অবশ্য প্রথম ম্যাচের টস হয়। যেটি দিনটিতে প্রথম ম্যাচে সান্ত¡না হয়ে থাকল। এছাড়া আর কোন সান্ত¡না নেই। আছে যেন শুধু হাহাকার। দর্শকরা টাকা খরচ করে টিকেট কিনে নিজ দলের খেলা দেখতে এসে তা দেখতে পারেননি। কুমিল্লা ও রাজশাহীর দর্শকরাই যেমন নিজ দলের খেলা দেখতে পারেননি। বৃষ্টিতে খেলাই পরিত্যক্ত হয়ে গেল। তবে দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় যারা ছিলেন, তারা বিনোদন কুড়িয়ে নিতে পেরেছেন। এলআরবি’র আইয়ুব বাচ্চুর কনসার্ট হয়েছে। সেই সঙ্গে আতশবাজিও হয়েছে। এ দুইদিক থেকেই দর্শকরা খানিক বিনোদন পেয়েছেন। বৃষ্টিতে খেলা হয়নি। এই বিনোদনই তাই প্রথমদিনে দ্বিতীয় ম্যাচ শুরুর আগে পুঁজি হয়ে থাকল। সামনে এখন বিপিএলের উত্তাপ ছড়ায় কিনা তাই দেখার অপেক্ষা থাকল।
×