ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবি শিক্ষক জলির আত্মহত্যার ঘটনায় সহকর্মী রাজা আটক

প্রকাশিত: ০৮:৫৯, ৪ নভেম্বর ২০১৬

রাবি শিক্ষক জলির আত্মহত্যার ঘটনায় সহকর্মী রাজা আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ আতিকুর রহমান রাজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ক্যাম্পাস থেকে আটক করা হয় বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) আল আমীন। আতিকুর রহমান রাজা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। পুলিশ জানায়, আকতার জাহানের আত্মহত্যার প্ররোচনা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আতিকুর রহমান রাজাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান পুলিশের গোয়েন্দা শাখার এই কর্মকর্তা। গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে আকতার জাহান জলির লাশ উদ্ধার করা হয়। ওই দিন তার কক্ষ থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করে পুলিশ। সুইসাইড নোটে স্বামীর বিরুদ্ধে ছেলের গলায় ছুরি ধরার অভিযোগ করেন তিনি।
×