ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জিয়া ও খালেদার বিরুদ্ধে মানহানি মামলা

প্রকাশিত: ০৮:৫৭, ৪ নভেম্বর ২০১৬

জিয়া ও খালেদার বিরুদ্ধে মানহানি মামলা

কোর্ট রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের দায়িত্ব কলঙ্কিত, বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে অপমানিত করার অভিযোগ এনে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকেও আসামি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি করেন। মহানগর হাকিম মামলায় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এবি সিদ্দিকী আর্জিতে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা উত্থান পতনের মধ্যে তখনকার সেনা কর্মকর্তা জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে স্বাধীনতাবিরোধীদের ‘দেশে ফিরিয়ে এনে পুনর্বাসিত করেন’। এবি সিদ্দিকীর আর্জিতে আরও বলা হয়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৮১ সালের মে মাসে দেশে ফেরার পর জিয়াউর রহমান তাকে ‘হুমকি ও ধানম-ি ৩২ নম্বরের বাড়িতে যেতে’ বাধা দেন। এ কারণে জিয়াকে ‘মরণোত্তর আসামি’ করারও কথা বলেন এবি সিদ্দিকী। এছাড়া বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে তিনি আসামি করেছেন ২০০১ সালে ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের মন্ত্রী করার কারণে।
×