ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট-পার্লামেন্টের অনুমোদন লাগবে ॥ হাইকোর্ট

প্রকাশিত: ০৮:৫১, ৪ নভেম্বর ২০১৬

ব্রেক্সিট-পার্লামেন্টের অনুমোদন লাগবে ॥ হাইকোর্ট

জনকণ্ঠ ডেস্ক ॥ পার্লামেন্টে ভোট ছাড়াই ব্রেক্সিট প্রক্রিয়া এগিয়ে নেয়ার যুক্তরাজ্য সরকারের চেষ্টা আটকে দিয়েছে আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরুর আগে সরকারকে অবশ্যই পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। খবর বিবিসির। আদালতের এ রায়ের ফলে ব্রিটিশ সরকার কেবল নিজেদের সিদ্ধান্তে লিসবন ট্রিটির আর্টিকেল ফিফটি প্রয়োগ করে ইইউ ছাড়ার আনুষ্ঠানিক আলোচনা ও প্রক্রিয়া শুরু করতে পারবে না। সরকার ইতোমধ্যে জানিয়েছে, এ রায়ের বিরুদ্ধে তারা আপীল করবে।
×