ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে আ’লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০৮:০৩, ৪ নভেম্বর ২০১৬

মুন্সীগঞ্জে আ’লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সদর উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুরের মিনাবাজারে বৃহস্পতিবার রাতে এই সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফের সহিংসতা রোধে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর গ্রামের বিএনপি নেতা মোতালেব খানের ছেলের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ নেতা রুবেল ঢালীর কয়েকদিন আগে মোবাইল চুরিকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বিএনপির লোকজন সহিংসতার আগে প্রথমে হামলা চালায় আওয়ামী লীগের লোকজনের ওপর। পরে আওয়ামী লীগ পাল্টা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় গ্রুপের লোকজন আহত হয়। আহতদের মধ্যে আধারা ইউনিয়নের যুবদলের সভাপতি আনিছ মৃধা (৩৫), আমির হোসেন (২০), ফিরোজ খান (৩৫), সামছুন্নাহারকে (৩৫) স্থানীয়রা উদ্ধার করে রাত ৯ টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। আওয়ামী লীগের আহতরা হলো রোবেল (৩০) পিতা আয়নাল হক ঢালী, আবু (৩০) ও সাইফুল (৩২) পিতা শাহাবুদ্দিন। সদর থানার ওসি ইউনুচ আলী জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত এই ঘটনায় কোন মামলা হয়নি এবং কেউ গ্রেফতার নেই।
×