ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আহসানউল্লাহর সেই শিক্ষকের বিচার শুরু

প্রকাশিত: ০৮:০২, ৪ নভেম্বর ২০১৬

আহসানউল্লাহর সেই শিক্ষকের বিচার শুরু

কোর্ট রিপোর্টার ॥ আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির চার্জ গঠন করার মাধ্যমে মামলার বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ সফিউল আজম চার্জ গঠনের এই আদেশ দেন। আগামী ১৫ নবেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। শুনানিকালে কারাগারে থাকা মাহফুজুর রশিদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চলতি বছর ৪ মে রাতে আসাদদৌলাহ আল সায়েম নামে এক শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেন। ওইদিনই রাতে বেসরকারী আহসানউল্লাহ বিশ^বিদ্যালয়ের তড়িত প্রকৌশল বিভাগের সহকারী ওই অধ্যাপককে তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় গত ৩০ জুলাই নারী সহায়তা ও তদন্ত বিভাগে কর্মরত পুলিশের এসআই আফরোজ আইরীন কলি আসামি মাহফুজুর রশিদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন
×